28.7 C
Rangpur City
Monday, May 12, 2025
Google search engine
Homeবিভাগীয় খবররংপুরসাংবাদিক রোজিনা ইসলামের মুক্তির দাবিতে রংপুরে মানববন্ধন প্রতিবাদ

সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তির দাবিতে রংপুরে মানববন্ধন প্রতিবাদ

সাজেদুল করিম
পেশাগত দায়িত্ব পালনের সময় সচিবালয়ে দৈনিক প্রথম আলোর সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্তা করা হয় ও তিনি শারীরিক নির্যাতনের স্বীকার হন এবং মিথ্যা মামলায় গ্রেফতারকৃত।এই ঘটনার প্রেক্ষিতে রংপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন,জনাব রশীদ বাবু, সভাপতি,প্রেসক্লাব,রংপুর।সমাবেশে ঘটনার সুষ্ঠ- নিরপেক্ষ তদন্ত করার ও সেই সাথে সাংবাদিক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তির দাবি জানানো হয়।

১৮ মে,মঙ্গলবার দুপুর একটায় রংপুর প্রেসক্লাব চত্ত্বরের সামনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ আয়োজন করে প্রেসক্লাব রংপুর। মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে অংশগ্রহণ করেন রংপুরে কর্মরত সকল গণ মাধ্যমকর্মী।

সমাবেশে বক্তারা ঘটনার সঙ্গে জড়িত স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মচারীদের অসৌজন্যমূলক আচরণ ও মিথ্যা মামলা দায়ের করে পুলিশের কাছে হস্তান্তরের জন্য তীব্র নিন্দা জ্ঞাপন ও দুঃখ প্রকাশ করেন। স্বাস্থ্য বিভাগের অতিরিক্ত সচিব কাজী জেবুন্নেছা বেগম ও তার সহযোগী- কর্মকর্তা-কর্মচারীদের অবিলম্বে গ্রেফতার করে শাস্তির দাবি জানান।

স্বাস্থ্য বিভাগের অনিয়ম, দুর্নীতি, স্বেচ্ছাচারিতা ও লুটপাটের তথ্য আড়াল করার লক্ষ্যে সাংবাদিক রোজিনা ইসলামকে পরিকল্পিতভাবে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। তাকে পাঁচ ঘণ্টা আটকে রেখে শারীরিক ও মানসিক নির্যাতনের এই জঘন্যতম ঘটনা গণমাধ্যমের কণ্ঠরোধ করার শামিল বলে মন্তব্য করেন সাংবাদিক নেতাকর্মীরা।

Google search engine
News
Newshttps://sotterkontho24.com/
রোড নংঃ ৫/১, বাসা নংঃ ৩৮৮, হোল্ডিং নংঃ ৪৪৫ স্টেশন রোড, আলমনগর, পীরপুর, রংপুর। মোবাইলঃ ০১৭৩৬৫৮৫৭৭৭
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

জনপ্রিয় নিউজ

সাম্প্রতিক মন্তব্য