সাজেদুল করিম
পেশাগত দায়িত্ব পালনের সময় সচিবালয়ে দৈনিক প্রথম আলোর সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্তা করা হয় ও তিনি শারীরিক নির্যাতনের স্বীকার হন এবং মিথ্যা মামলায় গ্রেফতারকৃত।এই ঘটনার প্রেক্ষিতে রংপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন,জনাব রশীদ বাবু, সভাপতি,প্রেসক্লাব,রংপুর।সমাবেশে ঘটনার সুষ্ঠ- নিরপেক্ষ তদন্ত করার ও সেই সাথে সাংবাদিক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তির দাবি জানানো হয়।
১৮ মে,মঙ্গলবার দুপুর একটায় রংপুর প্রেসক্লাব চত্ত্বরের সামনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ আয়োজন করে প্রেসক্লাব রংপুর। মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে অংশগ্রহণ করেন রংপুরে কর্মরত সকল গণ মাধ্যমকর্মী।
সমাবেশে বক্তারা ঘটনার সঙ্গে জড়িত স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মচারীদের অসৌজন্যমূলক আচরণ ও মিথ্যা মামলা দায়ের করে পুলিশের কাছে হস্তান্তরের জন্য তীব্র নিন্দা জ্ঞাপন ও দুঃখ প্রকাশ করেন। স্বাস্থ্য বিভাগের অতিরিক্ত সচিব কাজী জেবুন্নেছা বেগম ও তার সহযোগী- কর্মকর্তা-কর্মচারীদের অবিলম্বে গ্রেফতার করে শাস্তির দাবি জানান।
স্বাস্থ্য বিভাগের অনিয়ম, দুর্নীতি, স্বেচ্ছাচারিতা ও লুটপাটের তথ্য আড়াল করার লক্ষ্যে সাংবাদিক রোজিনা ইসলামকে পরিকল্পিতভাবে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। তাকে পাঁচ ঘণ্টা আটকে রেখে শারীরিক ও মানসিক নির্যাতনের এই জঘন্যতম ঘটনা গণমাধ্যমের কণ্ঠরোধ করার শামিল বলে মন্তব্য করেন সাংবাদিক নেতাকর্মীরা।