নিজস্ব প্রতিনিধি:
১৩জুলাই,২০২২,বুধবার বিকাল ৬টায় রংপুর আলমনগর পীরপুর শিল্পধারা শিশু-কিশোর সামাজিক সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন প্রধান কার্যালয়ে “সত্যের কণ্ঠ ২৪” এর প্রধান উপদেষ্টা জনাব,কামরুজ্জামান চৌধুরী তুহিন এর সাথে “সত্যের কণ্ঠ২৪” এর সংবাদ কর্মীবৃন্দের মাঝে পত্রিকার অগ্রগতি নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা শুরুর আগে প্রধান উপদেষ্টাকে ফুল দিয়ে বরণ করা হয় এবং সত্যের কণ্ঠ ২৪ এর পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এটিএম রাকিবুল বাসার রাকিব,সম্পাদক ও প্রকাশক,দৈনিক মতপ্রকাশ, সিইও,ইয়ুথ বাংলা টিভি। মাহমুদন নবী বাবুল,উপদেষ্টা,শিল্পধারা ও সংবাদকর্মী,
সত্যের কণ্ঠ২৪। মো:রফিকুল ইসলাম লিখু,
সম্পাদক ও প্রকাশক,সত্যের কণ্ঠ ২৪। মো:সাজেদুল করিম,বার্তা সম্পাদক, সত্যের কণ্ঠ২৪। সংবাদকর্মী,ইউনুছ কবির,সত্যের কণ্ঠ ২৪। সংবাদকর্মী, সাকিব চৌধুরী,সত্যের কন্ঠ ২৪। রিদওয়ানুল ইসলাম বিহন,সত্যের কণ্ঠ ২৪ ও অন্যান্য সংবাদকর্মী সহ স্থানীয় সম্মানিত ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে ইয়ুথ বাংলা টিভির পক্ষ থেকে সিইও এটিএম রাকিবুল বাসার রাকিব ইয়ুথ বাংলা টিভির
স্টাফ রিপোর্টার এস আর লিখুকে সম্মাননা স্মারক প্রদান করেন। এবং সত্যের কণ্ঠ ২৪ এর পক্ষ থেকে
“দৈনিক মতপ্রকাশ” এর সম্পাদক ও প্রকাশক এটিএম রাকিবুল বাসার রাকিবকে ফুল ও সম্মাননা স্মারক প্রদান করেন “সত্যের কণ্ঠ ২৪” এর প্রধান উপদেষ্টা জনাব,কামরুজ্জামান চৌধুরী তুহিন।