31.1 C
Rangpur City
Friday, September 20, 2024
Google search engine
Homeসাস্থ্য ও চিকিৎসাসকল রোগের মহৌষধ নামে পরিচিত যে গাছ

সকল রোগের মহৌষধ নামে পরিচিত যে গাছ

নিজস্ব প্রতিনিধি –

সকল রোগের মহৌষধ নামে বেশ পরিচিত। ওষধি গাছ হিসেবে এর ডাল, পাতা, রস সবই কাজে লাগে। সেটি হলো একটি বহু বর্ষজীবি ও চির হরিত গাছ নিম গাছ।

জানা যায়,নিমের পাতা থেকে আজকাল প্রসাধনীও তৈরি হচ্ছে। কৃমিনাশক হিসেবে নিমের রস খুবই কার্যকরি।নিম পাতা পিষ্ট করে মধুর সাথে মিশিয়ে প্রলেপ দিলে ব্রণ সেরে যায়।নিম ফুল ভাজা খেলে রাতকানা উপশম হয়।নিমের নির্যাস ব্যবহারে ম্যালেরিয়া প্রশমিত হয়।অল্প পরিমাণ নিম পাতার নির্যাস খেলে মানসিক চাপ কমে যায়। নিম পাতার নির্যাস খেলে পেপটিক ও ডিওডেনাল আলসার উপশম হয়। নিম পাতার নির্যাস খেলে হৃদরোগে উপকার পাওয়া যায়। নিম নির্যাস ব্লাড প্রেসার ও কোলেস্টোরল কমায়। রক্ত পাতলা করে, হার্টবিট কমায়।কচি নিম ডাল দিয়ে দাঁত মাজলে দাঁত ভাল থাকে। নিম তেল মাখলে মাথা ধরা কমে যায়।

এ রকম বহু সমস্যা থেকে সমাধান মেলে মহৌষধি নিম গাছ থেকে। যদিও নিম মহৌষধি গাছ হিসেবে পরিচিত তারপরও এর নির্যাস ব্যবহারের আগে চিকৎসকের পরামর্শ নিন, সুস্থ থাকুন।

News Desk
News Deskhttps://sotterkontho24.com/
রোড নংঃ ৫/১, বাসা নংঃ ৩৮৮, হোল্ডিং নংঃ ৪৪৫ স্টেশন রোড, আলমনগর, পীরপুর, রংপুর। মোবাইলঃ ০১৭৩৬৫৮৫৭৭৭
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

জনপ্রিয় নিউজ

সাম্প্রতিক মন্তব্য