শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ শুরু ২৩ মে। ওয়ানডে সিরিজের আগে অনুশীলন ক্যাম্পের মাঝ পথেই ঈদের ছুটিতে গিয়েছে দলের খেলোয়াড়রা। ছুটি শেষে ১৮ মে হোটেলে উঠবে টাইগাররা। তবে তার আগে কোভিড টেস্ট করতে হবে দুই দফা।
বিসিবির সিনিয়র ফিজিশিয়ান দেবাশীষ চৌধুরী বলেন, আমরা এই মাসের শুরু থেকেই বাংলাদেশ দলে ডাক পাওয়া খেলোয়াড়দের কোভিড প্রটোকলের মধ্যেই রেখেছি। টেস্টও করা হয়েছে তবে আসছে ১৮ মে হোটেলে প্রবেশ করার পূর্বে দলের খেলোয়াড়দের আবারও কোভিড টেস্টে করানো হবে।
তিনি বলেন শ্রীলঙ্কা থেকে টেস্ট সিরিজ শেষ করে আসা যে খেলোয়াড়রা ওয়ানডে দলে রয়েছে তারা দেশে ফিরেই সরকারের নির্দেশ অনুযায়ী হোটেলে কোয়ারেন্টাইনে রয়েছেন। এবং সেই প্রক্রিয়া এখনও চলছে।
দেবাশীষ চৌধুরী বলেন, শ্রীলঙ্কা দল এখন ঢাকায় পৌঁছে কোয়ারেন্টাইনে রয়েছে। শ্রীলঙ্কা সফরে আমাদের দলকে তারা যেমন ট্রিটমেন্ট দিয়েছে আমরাও তাদের মত করেই করোনা সুরক্ষা বলায় তৈরি করেছি এবং সরকার আমাদের অনুমতি দিয়েছে।
সবকিছু ঠিক থাকলে আগামী ২৩ মে মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা।
সূত্রঃ যমুনাটিভি