ফুটবল সাফের উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কা জালে ৯ গোল দিয়ে উড়ন্ত শুরু পেয়েছে বাংলাদেশ। শুক্রবার (১১ জুলাই) বসুন্ধরা কিংস অ্যারেনায় উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কাকে ৯-১ গোলের বিশাল ব্যবধানে হারিয়ে নিজেদের শক্তিমত্তার জানান দেয় স্বপ্না–সাগরিকারা।
সাফ অনূর্ধ্ব-১৭ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের এবারের আসরে স্বপ্নের মতো সূচনা করেছে স্বাগতিক বাংলাদেশ। ম্যাচে হ্যাটট্রিক করেন মোসাম্মৎ সাগরিকা। জোড়া গোল করেন মুনকি আক্তার।
এছাড়া একটি করে গোল পেয়েছেন স্বপ্না রানী, সিনহা জাহান শিখা, রুপা আক্তার ও শান্তি মার্ডি। দ্বিতীয়ার্ধেই বাংলাদেশ করে ছয়টি গোল।
ম্যাচের শুরুতেই চমক দেখান স্বপ্না রানী। শুরুর বাঁশি বাজার মাত্র এক মিনিটের মাথায় ফ্রি-কিক থেকে গোল করে এগিয়ে দেন দলকে। এরপর তিন মিনিটের ব্যবধানে মুনকি আক্তারের একক নৈপুণ্যে ব্যবধান হয় ২-০।
৩৭ মিনিটে সিনহা জাহান শিখার বাড়ানো ক্রসে সাগরিকার নিখুঁত শটে দলের তৃতীয় গোল আসে। যদিও প্রথমার্ধে আরও দুটি গোল হলেও অফসাইডের কারণে তা বাতিল হয়।
বিরতির পর আরও আগ্রাসী হয়ে ওঠে লাল-সবুজের প্রতিনিধিরা। ৪৮ মিনিটে সাগরিকার অ্যাসিস্টে মুনকি তার দ্বিতীয় গোল করেন। এক মিনিট পর শান্তি মার্ডির লম্বা ক্রসে বল জালে পাঠান সিনহা। এরপর ৫২ ও ৫৮ মিনিটে আরও দুই গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন সাগরিকা।
শেষ দিকে রুপা আক্তার ও শান্তি মার্ডির গোল ব্যবধান ৯-১ করে ফেলে। শ্রীলঙ্কার পক্ষে একমাত্র সান্ত্বনার গোলটি আসে ম্যাচের একেবারে শেষ দিকে লাইয়ানশিকার পা থেকে। (স্পোর্টস ডেস্ক)