ইউনুস কবীর
২৪জুন,২০২১ বৃহস্পতিবার বেলা ১২টায় রংপুর প্রেসক্লাব চত্ত্বরে ব্যাটারি চালিত রিক্সা ভ্যান বন্ধের সরকারী সিদ্ধান্ত বাতিলের দাবিতে বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশন রংপুর জেলা শাখার মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে ৫০ লক্ষ পরিবারের উপার্জনের একমাত্র অবলম্বন ব্যাটারি চালিত রিক্সা ভ্যান বন্ধের সরকারী সিদ্ধান্ত বাতিল করার আহ্বান জানান হয় এসময়,করোনা কালে কাজ হারানো সকল বেকার শ্রমিকের কর্মসংস্থানের জন্য বাজেটে বিশেষ বরাদ্দ, সকল শ্রমিককে করোনা বিনামূল্যে ভ্যাকসিন,সকল জেলায় শ্রমিক হাসপাতাল নির্মাণ ও শ্রমিকদের সকল ধরনের সুযোগ সুবিধা দিতে হবে বলে সরকারের কাছে দাবি জানান বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশন রংপুর জেলা শাখার নেতৃবৃন্দ।