সাজেদুল করিম
২৩জুলাই,শুক্রবার২০২১ ঈদের তৃতীয় দিন ভোর ৬টা থেকে শুরু হলো মহামারী করোনা ভাইরাস সংক্রমণ রোধে সরকার ঘোষিত কঠোর বিধি-নিষেধ ।এ বিধি-নিষেধ চলবে ৫আগস্ট,২০২১রাত ১২টা পর্যন্ত। ঢাকাসহ বিভিন্ন জেলাগুলোতে সরকার ঘোষিত যেমন কঠোর বিধিনিষেধ রয়েছে তেমনি রংপুরেও । বিধিনিষেধ বাস্তবায়নে প্রশাসন বদ্ধপরিকর। সকাল থেকেই রাস্তাঘাট ফাঁকা থাকতে দেখা যায়। বাজারে লোকজনের সমাগম কম। প্রয়োজন ছাড়া লোকজন বাইরে বের হতে কম দেখা যায়। জরুরী পরিসেবার প্রতিষ্ঠান বাদে মার্কেট, শপিংমল,দোকানপাট,বন্ধ রয়েছে। প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হলেই প্রশাসন ফিরিয়ে দিচ্ছে।
রিক্সা,অটোরিক্সা,মোটরসাইকেল রাস্তায় থামিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। রংপুরের প্রবেশ পথসহ ২০টি স্থানে পুলিশ চেকপোস্ট বসিয়েছে। বাংলাদেশ
ব্যাংক মোড়,ডিসি মোড়,পায়রা চত্ত্বর,জাহাজ কোম্পানি মোড়, শাপলা চত্ত্বর, লালবাগ,সাতমাথা, মডার্ন মোড়ে সেনাবাহিনী, পুলিশ, র্যাব, বিজিবি, আনসার বাহিনীকে দেখা যায়,তাঁরা বিধি-নিষেধ বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন।