মোঃরিদওয়ান নুর রহমান,রংপুর মহানগর প্রতিনিধিঃ
১৮/০৮/২০২২,বৃহস্পতিবার সকালে জনাব মো: আবু বকর সিদ্দীক,ডিসি (সিটিএসবি),রংপুর মেট্রোপলিটন পুলিশ, রংপুর-এর সভাপতিত্বে ডিসি(ক্রাইম) অফিসে শুভ জন্মাষ্টমী উপলক্ষ্যে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, রংপুর জেলা ও মহানগর শাখার ধর্মীয় নেতৃবৃন্দের সাথে এক সমন্বয় সভার আয়োজন করা হয়। সভায় আরো উপস্থিত ছিলেন জনাব আবু মারুফ হোসেন, ডিসি(ক্রাইম), জনাব মো:মেনহাজুল আলম, ডিসি(ট্রাফিক), জনাব উজ্জ্বল কুমার রায়, এডিসি(ক্রাইম), এডিসি(সিটিএসবি), এডিসি (ট্রাফিক), ওসি (কোতয়ালী থানা), রংপুর মেট্রোপলিটন পুলিশ, রংপুর সহ অন্যান্য পুলিশ কর্মকর্তা বৃন্দ।
উক্ত সমন্বয় সভায় জন্মাষ্টমী উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভা ও কীর্তন -পূজানুষ্ঠানের সার্বিক নিরাপত্তা সহ মংগল শোভাযাত্রার নিরাপত্তা ও রুট নিয়ে আলোচনান্তে সিদ্ধান্ত গৃহীত হয়।
এ সময় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, রংপুর জেলা ও মহানগর শাখার পক্ষ থেকে জনাব অজয় প্রসাদ বাবন, সভাপতি, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, রংপুর জেলা শাখা, জনাব হারাধন রায়, সভাপতি, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, রংপুর মহানগর শাখা, জনাব ধীমান ভট্টাচার্য্য,সাধারণ সম্পাদক, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, রংপুর জেলা শাখা, এড. প্রশান্ত কুমার রায়,সাধারণ সম্পাদক, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, রংপুর মহানগর শাখা সহ অন্যান্য হিন্দু ধর্মীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।