নিজস্ব প্রতিনিধি:
১৯মে,২০২২,বৃহস্পতিবার,বিকাল ৫:৩০মিনিটে পবিত্র মাহে রমজান উপলক্ষে শিল্পধারা’র আয়োজনে উন্মুক্ত “কেরাত” প্রতিযোগিতা-২০২২ এর পুরস্কার বিতরণ শিল্পধারা’র প্রধান কার্যালয় স্টেশন রোড, আলমনগর,পীরপুর,রংপুরে অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে ক্রেস্ট তুলে দেন উন্মুক্ত কেরাত প্রতিযোগিতার বিচারক মাওলানা মোঃ হাফিজুর রহমান পেশ ইমাম / খতিব পীরপুর জামে মসজিদ রংপুর । হাফেজ মো: ফরহাদ আলম। শিল্পধারা’র উপদেষ্টা মাহমুদন নবী বাবুল সহ সংগঠনের প্রতিষ্ঠাতা ও পরিচালক রফিকুল ইসলাম লিখু।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সংগঠনের কার্যকরী সদস্য সাজেদুল করিম কনক মো: ইউনুছ কবির মিঠু, সহ সম্মানিত শিক্ষকবৃন্দ ও স্থানীয় সম্মানিত ব্যক্তিবর্গ। পুরস্কার বিতরণ শেষে শিল্পধারা’র’ সকল শিক্ষার্থীদের মাঝে তাদের প্রতিভা বিকাশে
উদ্বুদ্ধ করতে শিক্ষা উপকরণ প্রদান করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন লাইলাতুল ইসলাম রোদেলা ।