31.1 C
Rangpur City
Friday, September 20, 2024
Google search engine
Homeশিক্ষাশিক্ষা (Education) শব্দটি কীভাবে এলো?

শিক্ষা (Education) শব্দটি কীভাবে এলো?

মো:সাজেদুল করিম –

শিক্ষা হলো একটি মৌলিক কার্যপ্রক্রিয়া অর্থাৎ এক ধরনের বিশেষ সংস্কার সাধন।শিক্ষা শুধু বিদ্যালয়ের আনুষ্ঠানিক শিক্ষাই নয় বরং পারিবারিক ,সামাজিক ও ব্যক্তির সুপ্ত প্রতিভা বিকাশের উদ্দেশ্যে সচেতনভাবে সকল প্রচেষ্টাই শিক্ষা।

বিভিন্ন সমাজবিজ্ঞানী-শিক্ষাবিদ শিক্ষাকে বিভিন্নভাবে সংজ্ঞায়িত করেছেন-
এরিস্টটল-“শিক্ষা হলো শিক্ষার্থীর দেহ ও মনের বিকাশ সাধন এবং তার মাধ্যমে জীবনের সত্য উপলব্ধিকরণ।”
মোতাহের হেসেন চৌধুরী-“মানুষ নিজেকে সৃষ্টি করার পদ্ধতি হলো শিক্ষা। শিক্ষা মূলত অন্তর্নিহিত শক্তি ও চেতনার বিকাশ।”
ম্যাকেঞ্জি-“আমাদের ক্ষমতাকে বিকশিত ও অনুশীলন করার উদ্দেশ্যে সচেতনভাবে পরিচালিত যে কোন প্রচেষ্টাই সংকীর্ণ অর্থে শিক্ষা।”
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর-“শিক্ষা বলতে বুঝায় যা কেবল তথ্য অধিবেশন করে না, যা বিশ্বসত্তার সাথে সামঞ্জস্য রেখে আমাদের জীবনকে গড়ে তোলে।”

বাংলা ভাষার একটি শব্দ হলো শিক্ষা।এই শিক্ষা শব্দটির উৎপত্তি হয়েছে সংস্কৃত ‘শাস্‌’
ধাতু থেকে।শাস্‌’র অর্থ শাসন করা, নিয়ন্ত্রণ করা,
নির্দেশদান, উপদেশদান ইত্যাদি।শিক্ষা শব্দের পাশাপাশি আরেকটি শব্দ খুবই গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে ‘বিদ্যা’।সংস্কৃত এ শব্দটির উৎপত্তি
হয়েছে ‘বিদ্‌’ থেকে, যার অর্থ- জানা। জানা মানে
হলো কোনো কিছু সম্পর্কে জ্ঞানলাভ করা অর্থে
শিক্ষালাভ করা।
এডুকেশন (Education) শব্দের উৎপত্তি
Education শব্দটির উৎপত্তি নিয়ে বেশ কিছু
মত রয়েছে-
অনেক গবেষক ও শিক্ষাগবেষকই একমত হয়েছেন যে, শিক্ষার ইংরেজি প্রতিশব্দ Education এর
উৎপত্তি হয়েছে ল্যাটিন শব্দ educare অথবা
ducere থেকে।এখানে educare শব্দের
অর্থ হলো – to train (প্রশিক্ষিত করা) এবং to accustom (অভ্যস্ত করা)।কেউ কেউ বলে থাকেন educare এর আরেকটি
অর্থ – to bring up (লালন-পালন করা)।
অন্যদিকে educere শব্দের অর্থ হলো – to lead out বা বের করে আনা। এখানে ‘বের করে
আনা’ বলতে সুপ্ত মানসিক শক্তির বিকাশ ঘটানো।Education এর উৎপত্তি educere থেকে হয়েছে এটি খুব বেশি মানুষ বিশ্বাস না করলেও,কেউই
একে বাদ দিয়ে কথা বলতে পারেন না।
আবার দেখা যায়- Education শব্দটি সরাসরি educare থেকে আসেনি। মাঝে বেশ কয়েকটি ধাপ পার হতে হয়েছে। ল্যাটিন educare থেকে আমরা বেশ কিছু শব্দের জন্ম সম্পর্কে জানতে পারি। এগুলোর মধ্যে educat এবং educatio ল্যাটিন শব্দ, এখান থেকে একইসঙ্গে ইংরেজি শব্দের educate (কাউকে শেখানো) এর উৎপত্তি হয়।ষোড়শ শতাব্দীতে ইংরেজি শব্দ Education
উৎপত্তি লাভ করে।
অনেকের মতে ইংরেজি ভাষার শব্দ Education
এসেছে ল্যাটিন শব্দ educatum থেকে যার
অর্থ the act of training বা প্রশিক্ষণের নিয়ম।
রীতিজোসেফ টোয়াডেল শিপলির লিখিত
Dictionary of Word Origins’ উল্লেখ আছে- ইংরেজি Education এর উৎপত্তি হয় ল্যাটিন edex এবং duccrduc শব্দদ্বয় থেকে।এখানে edex এর অর্থ ‘বের করা’ এবং duccrduc এর বাংলা করলে হয় ‘পথ প্রদর্শন করা’।
(তথ্য সংগৃহীত)

News Desk
News Deskhttps://sotterkontho24.com/
রোড নংঃ ৫/১, বাসা নংঃ ৩৮৮, হোল্ডিং নংঃ ৪৪৫ স্টেশন রোড, আলমনগর, পীরপুর, রংপুর। মোবাইলঃ ০১৭৩৬৫৮৫৭৭৭
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

জনপ্রিয় নিউজ

সাম্প্রতিক মন্তব্য