ইউনুস কবির :
২৪মে,২০২১ সোমবার,সকাল দশটায় রংপুর প্রেসক্লাব চত্ত্বরে স্বাস্থ্যবিধি মেনে অবিলম্বে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে রংপুরে মানববন্ধন করে রংপুরে অবস্থিত বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থী বৃন্দ। শিক্ষার্থী বৃন্দ মানববন্ধন কর্মসূচীতে তাদের বক্তব্যে তুলে ধরেন যে,প্রায় চারশ দিন ধরে সকল শিক্ষা প্রতিষ্ঠান করোনা ভাইরাসকে কেন্দ্র করে বন্ধ থাকার কারণে শিক্ষার্থীদের ক্লাশ ও পরীক্ষার ব্যাঘাত ঘটছে। দেশের সকল ধরনের বাণিজ্যিক প্রতিষ্ঠান যেমন কলকারখানা,গার্মেন্টস,অফিস-আদালত,সিনেমা হল,যানবাহন খুলে দেওয় হলে। শিক্ষার্থীদের ভবিষ্যতের কথা চিন্তা করে শিক্ষা প্রতিষ্ঠান স্বাস্থ্যবিধি মেনে খুলে দিতে হবে। শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার জন্য মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে জোর দাবি জানান শিক্ষার্থীবৃন্দ।