20.9 C
Rangpur City
Sunday, December 22, 2024
Google search engine
Homeবিভাগীয় খবরশিক্ষার্থীকে বাড়ি পৌঁছাতে বেরোবি'র নিজস্ব পরিবহণ

শিক্ষার্থীকে বাড়ি পৌঁছাতে বেরোবি’র নিজস্ব পরিবহণ

সাজেদুল করিম

মহামারী করোনা ভাইরাস প্রতিরোধে সরকার ঘোষিত কঠোর লকডাউনের বিধিনিষেধে রংপুরে অবস্থানরত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দকে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব বাসে ইদে বাড়ি পৌঁছানোর জন্য ব্যবস্থা গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
১৫ জুলাই শুরু করে ১৯জুলাই পর্যন্ত এ কার্যক্রম অব্যাহত থাকবে। শিক্ষার্থীবৃন্দকে নিয়ে বিভিন্ন বিভাগীয় শহর ও জেলার উদ্দেশ্যে বেরোবি’র নিজস্ব পরিবহন (বাস) যাত্রা করে। ১৫,১৬ ও ১৭জুলাই সকাল ও দুপুরে কুষ্টিয়া,বগুড়া, রাজশাহী, ময়মনসিংহ,চট্টগ্রাম,জামালপুর,খুলনা,বরিশাল,

নওগাঁ,সিরাজগঞ্জ,নাটোর ও হবিগঞ্জ রুটের উদ্দেশ্যে শিক্ষার্থীবৃন্দকে নিয়ে রওনা হয় বিশ্ববিদ্যালয়ের বাস। গাড়ি ছাড়ার আগে নিবন্ধিত শিক্ষার্থীবৃন্দের স্বাস্থ্য পরীক্ষা ও মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর জনাব,গোলাম রব্বানী ও ছাত্র উপদেষ্টা ড. নুর আলম সিদ্দিক সহ দায়িত্বপ্রাপ্ত শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ।

১৫.১৬ ও ১৭জুলাই পর্যায়ক্রমে রংপুর বিভাগের বাইরে বিভিন্ন রুটেএবং ১৮,১৯ জুলাই রংপুর বিভাগের বিভিন্ন জেলার শিক্ষার্থীবৃন্দকে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব পরিবহণে বাড়িতে পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত নেয় প্রশাসন। সেই সিদ্ধান্ত
মোতাবেক ১৮জুলাই সকাল ও দুপুরে দিনাজপুর, নীলফামারী,ঠাকুরগাঁও, পঞ্চগড় রুটের উদ্দেশ্যে স্বাস্থ্যবিধি নিশ্চিত করে বেরোবি’র শীক্ষার্থীকে নিয়ে বেরোবি’র নিজস্ব পরিবহণ রওনা হয় ও ১৯ জুলাই সোমবার গাইবান্ধা,কুড়িগ্রাম,লালমনিরহাট রুটের উদ্দেশ্যে বেরোবি’র নিজস্ব পরিবহণ বেরোবি’র শীক্ষার্থীকে নিয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে ছাড়বে।

News
Newshttps://sotterkontho24.com/
রোড নংঃ ৫/১, বাসা নংঃ ৩৮৮, হোল্ডিং নংঃ ৪৪৫ স্টেশন রোড, আলমনগর, পীরপুর, রংপুর। মোবাইলঃ ০১৭৩৬৫৮৫৭৭৭
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

জনপ্রিয় নিউজ

সাম্প্রতিক মন্তব্য