বদলির প্রলোভ দেখিয়ে শিক্ষকদের কাছ থেকে ঘুষ আদায়ের একটি প্রতারক চক্র তৎপর রয়েছে। এ অবস্থায় শিক্ষকদের উদ্দেশে জরুরি সতর্ক বার্তা দিলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।
২৪ /০৪/২০২৫ এপ্রিল প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের শিক্ষা কর্মকর্তা মো. রোকনুজ্জামানের সই করা এক অফিস আদেশে এ বার্তা দেন।
অফিস আদেশে বলা হয় যেএকটি প্রতারক চক্র অসৎ উদ্দেশ্যে বিশাল অঙ্কের টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে। শিক্ষক বদলি-সংক্রান্ত কার্যক্রম প্রশাসন বিভাগের আওতাভুক্ত নয়। তাই সব শিক্ষক, কর্মকর্তা ও সংশ্লিষ্টকে এমন প্রতারণামূলক যোগাযোগ থেকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হলো।
আরো অধিদপ্তর হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, কেউ প্রতারণার আশ্রয় নিলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হইবে।
অধিদপ্তর আরও জানিয়েছে, একজন ব্যক্তি অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) পরিচয়ে ফোন করে ২০ জনের কম শিক্ষার্থী আছে— এমন বিদ্যালয়ের শিক্ষকদের বদলির জন্য ৩০ হাজার টাকা দাবি করছেন।
ছবি সংগৃহীত
( ডেস্ক নিউজ)