‘কিং’ সিনেমার ঝুঁকিপূর্ণ অ্যাকশন দৃশ্যে পারফর্ম করতে গিয়ে গুরুতর আহত হয়েছেন শাহরুখ খান।বলিউডে যখন স্পাই অ্যাকশনের ঢেউ, তখনই নির্মিত হচ্ছে সবচেয়ে চর্চিত এক সিনেমা ‘কিং’। শাহরুখ খানের এই কামব্যাক প্রজেক্ট ঘিরে যেমন আগ্রহ ছিল তুঙ্গে, তেমনই শুটিং চলাকালীন ঘটল এক অঘটন।
২০২৬ সালে প্রেক্ষাগৃহে আসার কথা এই মেগা প্রজেক্ট। তবে তার আগে শাহরুখ কত দ্রুত সেরে ওঠেন, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন।
মুম্বাইয়ের গোল্ডেন টোব্যাকো স্টুডিওতে চলছিল শুটিং। সেখানেই স্টান্ট করার সময় আচমকাই ঘটে এই দুর্ঘটনা। পেশিতে গভীর আঘাত পেয়েছেন কিং খান। প্রাথমিক চিকিৎসা শেষে দ্রুত উড়াল দিয়েছেন যুক্তরাষ্ট্রে, তার টিমসহ। চিকিৎসকদের কড়া নির্দেশ— সম্পূর্ণ বিশ্রাম নিতে হবে অন্তত দুই মাস। ফলে আপাতত বন্ধ রাখা হয়েছে সিনেমার শুটিং।
এমন দুর্ঘটনা হলেও নির্মাতাদের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বিবৃতি এখনো আসেনি। তবে ইন্ডাস্ট্রির গুঞ্জন বলছে, সেপ্টেম্বরের শেষের আগে ক্যামেরার সামনে ফেরা সম্ভব নয় বাদশার।
অন্যদিকে, ‘কিং’ নিয়ে যতটুকু জানা গেছে, তাতে স্পষ্ট—এই সিনেমায় শাহরুখের সঙ্গে বড়পর্দায় আত্মপ্রকাশ করতে চলেছেন সুহানা খান। গোয়েন্দা চরিত্রে সুহানা, আর তার মিশনের ‘হ্যান্ডলার’ হিসেবে শাহরুখ—এই ব্যতিক্রমী বাবা-মেয়ের জুটিই হতে চলেছে মূল আকর্ষণ।
রানি মুখোপাধ্যায় থাকছেন সুহানার মায়ের চরিত্রে। দীপিকা পাড়ুকোনকে দেখা যাবে একটি চমকপ্রদ ক্যামিওতে। এছাড়া রয়েছেন অভিষেক বচ্চন, আরশাদ ওয়ারসি ও অনিল কাপুর।(বিনোদন ডেস্ক)