38.8 C
Rangpur City
Friday, April 4, 2025
Google search engine
Homeসাস্থ্য ও চিকিৎসাশরীরে কোন ধরনের প্রভাব পড়ে দই খাওয়ার পর?

শরীরে কোন ধরনের প্রভাব পড়ে দই খাওয়ার পর?

দই অনেক জনপ্রিয় দুগ্ধজাত খাবারের মধ্যে । সাধারণত বাজারে টক এবং মিষ্টি এই দুই ধরনের দই পাওয়া যায়। টাইমস অব ইন্ডিয়া প্রতিবেদনে উঠে এসেছে, দই খেলে আমাদের শরীরের কী ঘটে সে নিয়ে চিকিৎসকরা বিস্তারিত আলোচনা করেছেন।

টক দইয়ের ভূমিকা-উপকারীতা পেতে চাইলে প্রতিদিন টক দই খেতে পারেন। টক দই দুগ্ধজাত খাবারে রয়েছে প্রোটিনের ভাণ্ডার। যেই কারণে টক দই খেলে পেশির জোর বাড়ে। শুধু তাই নয়, এতে উপস্থিত ক্যালশিয়ামের গুণে শক্ত হয় হাড়। আর সব থেকে বড় কথা টক দইতে রয়েছে ল্যাকটোব্যাসিলাসের ভাণ্ডার যা কিনা অন্ত্র সুস্থ রাখে। ফলে গ্যাস, অ্যাসিডিটির মতো সমস্যা থেকে অনায়াসে মেলে মুক্তি। তাই চেষ্টা করুন নিয়মিত টক দই খেয়ে দিন কাটানোর।

টক দই খাওয়ার পরিমাণ- প্রতিদিন দই খেতে চাইলে কী পরিমাণ খাবেন সেটা জানা জরুরি। বিশেষজ্ঞরা জানান, প্রতিদিন ১০০ থেকে ১৫০ গ্রাম টক দই খেতে পারেন। এতে শরীর ও স্বাস্থ্যের ঠিক থাকবে। আর চেষ্টা করুন খাবার খাওয়ার মোটামুটি ১০ থেকে ১৫ মিনিট পর দই খেতে। এতে খাবার সহজে হজম হয়ে যাবে। তবে ডায়াবিটিস বা কোলেস্টেরল থাকলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

মিষ্টি দই খেলে যা হয়-বিশেষজ্ঞরা বলেন, দই অত্যন্ত উপকারী একটি দুগ্ধজাত খাবার। এই খাবার নিয়মিত খেলে শরীরের উন্নতি হয়। একাধিক রোগ প্রতিরোধ করে দই। তবে প্রতি রোজ মিষ্টি দই খেলে এই উপকার পাবেন না। বরং এই দই শরীরের ক্ষতি করে। কারণ, দোকানের মিষ্টি দইতে প্রচুর পরিমাণে চিনি মেশানো থাকে। তা খেলে বাড়ে ওজন। সেই সঙ্গে সুগার ঊর্ধ্বমুখী হওয়ার আশঙ্কা প্রবল হয়। এ ছাড়া এতে মেশানো হয় বনস্পতি বা উদ্ভিজ্জ ঘি যা কিনা স্যাচুরেটেড ফ্যাটের ভাণ্ডার। আর এই উপাদান হার্টের ক্ষতি করে। তাই ভুলেও নিয়মিত মিষ্টি দই খাবেন না। (লাইফ স্টাইল ডেস্ক)

News
Newshttps://sotterkontho24.com/
রোড নংঃ ৫/১, বাসা নংঃ ৩৮৮, হোল্ডিং নংঃ ৪৪৫ স্টেশন রোড, আলমনগর, পীরপুর, রংপুর। মোবাইলঃ ০১৭৩৬৫৮৫৭৭৭
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

জনপ্রিয় নিউজ

সাম্প্রতিক মন্তব্য