ডেক্স নিউজ
পুলিশ সুপার, লালমনিরহাটের দিকনির্দেশনায় অফিসার ইনচার্জ ডিবির নেতৃত্বে ১৮/০৮/২০২৩
তারিখ, সকাল-১১টা ৪৫ মিনিটের দিকে অত্র ডিবির অফিসার এসআই (নিঃ)/মোঃ নিজাম উদ দৌলা সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ গোপন সংবাদের ভিত্তিতে লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানাধীন কাকিনা ইউপির রুদ্রেশ্বর মৌজাস্থ জনৈক মোঃ আনছার আলী (৫০), পিতাঃ মোঃ পর্বত আলী, এর বসতবাড়ীর অনুমান ১০(দশ) গজ দক্ষিণে কাকিনা টু রংপুরগামী পাকা রাস্তার উপর হতে ধৃত আসামী মোঃ সুজানুর রহমান সূজন (৩৫)এর নিয়ন্ত্রণ ও হেফাজত হতে আটক প্রাইভেট কারের তেলের ট্যাংকির মধ্যে বিশেষ কায়দায় রক্ষিত অবস্থায় ০৮(আট) কেজি ৫০০ (পাঁচশত) গ্রাম মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করেন । এতদসংক্রান্তে কালীগঞ্জ থানায় আটক আসামীর বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন ।
অভিযানকারীঃ এসআই(নিঃ)/ নিজাম-উদ-দৌলা, এএসআই(নিঃ)/ মোঃ মনোয়ার হোসেন, এএসআই(নিঃ)/ আঃ বারী, ১৭৬/ মোঃ আশরাফুল ইসলাম,কং/৮২ মোঃ বেলাল হোসেন,কং/৬৯১-মোঃ রাশেদ মিয়া,কং-৪৮৭/মোঃ রেজাউল ইসলাম ও কং-৭০৫/মোঃ রবিউল ইসলাম ।