17.9 C
Rangpur City
Tuesday, December 2, 2025
Google search engine
Homeকৃষিলালমনিরহাটে কৃষিভিত্তিক শিল্প কলকারখানা গড়ে তোলার চেষ্টা করছে সরকার-বাণিজ্যমন্ত্রী

লালমনিরহাটে কৃষিভিত্তিক শিল্প কলকারখানা গড়ে তোলার চেষ্টা করছে সরকার-বাণিজ্যমন্ত্রী

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, এমপি বলেছেন, দেশের উত্তরাঞ্চলে এখন শীতবেশি। শীতার্থ মানুষের পাশে দাঁড়াতে এসেছি। বর্তমান সরকার দেশের মানুষের জন্য কাজ করে যাচ্ছে, মানুষের কষ্ট লাঘবের জন্য কাজ করছে। দেশের মানুষ যাতে কষ্ট না পায়, সে জন্য সবকিছু করা হচ্ছে। বাণিজ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উদ্যোগের কারেনে এ অঞ্চল থেকে মঙ্গা বিদায় নিয়েছে।

একের পর এক উন্নয়নমূলক কাজ বাস্তবায়ন হচ্ছে। রাস্তাঘাটের ব্যাপক উন্নয়ন হচ্ছে। লালমনিরহাটে কৃষিভিত্তিক শিল্প কলকারখানা গড়ে তোলার প্রচেষ্টা চলছে। যাতে করে এ অঞ্চলের মানুষের কর্মসংস্থান হয়, মানুষের আর্থিক অবস্থার উন্নতি হয় এবং মানুষের জীবন যাত্রার পরিবর্তন হয়। লালমনিহাটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় গড়ে তোলার কাজ চলছে। লালমনিহাটও আজ উন্নয়ন থেকে বাইরে নয়। দেশের গ্রামগুলো এখন শহরে পরিনত হচ্ছে।

বাণিজ্যমন্ত্রী  (২৯ জানুয়ারি) লালমনিহাটের শেখ সফিউদ্দিন কমার্স কলেজ প্রঙ্গনে রোটারি ক্লাব অব লালমনিরহাট আয়োজিত এবং ঢাকার ৫টি রোটারি ক্লাবের সহযোগীতায় লালমনিরহাটের শীতার্থ মানুষের মাঝে শীতবস্ত্র ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, দেশে করোনার প্রকপ বাড়ছে।

সবাইকে স্বাস্থ্য সচেতন করতে হবে। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। সকলের প্রচেষ্টা ও আন্তরিক ইচ্ছা ছাড়া এ মহামারি থেকে রক্ষা পাওয়া সম্ভব নয়।
রোটারি ক্লাব লালমনিরহাট এর প্রেসিডেন্ট অধ্যক্ষ এন্তাজুর রহমান এর সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন লালমনিরহাট জেলার জেলা প্রশাসক আবু জাফর, লালমনিরহাট জেলা পরিষদ এর চেয়ারম্যান এড.  মতিয়ার রহমান, পৌর মেয়র রেজাউল করিম স্বপন, লালমনিরহাট চেম্বারের সভাপতি এস এ হামিদ বাবু এবং লালমনিরহাট জেলার অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম।
পরে বাণিজ্যমন্ত্রী কলেজ প্রঙ্গনে বৃক্ষ রোপন করেন, মাস্ক বিতরন ও বিনা মূল্যে মেডিকেল ক্যাম্প এর উদ্বোধন করেন।

News
Newshttps://sotterkontho24.com/
রোড নংঃ ৫/১, বাসা নংঃ ৩৮৮, হোল্ডিং নংঃ ৪৪৫ স্টেশন রোড, আলমনগর, পীরপুর, রংপুর। মোবাইলঃ ০১৭৩৬৫৮৫৭৭৭
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

জনপ্রিয় নিউজ

সাম্প্রতিক মন্তব্য