নিজস্ব প্রতিনিধি
১১জুলাই রবিবার ২০২১ নগরীর কামাল কাছনা, সেন্ট্রাল রোড, ফায়ার সার্ভিস মোড়, রোকেয়া চত্বর, জি এল রায় রোড, জাহাজ কোম্পানী মোড়, গ্রান্ড হোটেল মোড়, শাপলা চত্বর, সিটি বাজার, মেডিকেল মোড়, চেকপোস্ট সহ বিভিন্ন স্থানে রংপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মাহমুদ হাসান মৃধার নেতৃত্বে একটি মনিটরিং টিম শহর প্রদক্ষিণ করে।
এই সময় এই টিম যাদের মুখে মাক্স ছিল না তাদের মাঝে মাক্স বিতরণ করে এবং হ্যান্ড মাইক এর সাহায্যে জনসাধারণের মাঝে করোনাকালীন স্বাস্থ্য বিধি মানার জন্য আহবান করে। এ সময় কামাল কাছনা এলাকায় তিনটি মোটর বাইকের চালকের হেলমেট এবং মাক্স না থাকায় অর্থদণ্ড আরোপ করা হয়। মনিটরিংয়ের সহযোগিতা করে, কনজ্যুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) রংপুর জেলা, জেলা আনসার ব্যাটালিয়ন রংপুর এবং রংপুর সেনানিবাস এর সেনা সদস্য বৃন্দ।