29.2 C
Rangpur City
Thursday, March 13, 2025
Google search engine
Homeখেলাধুলারোহিত-কোহলির বিশ্বরেকর্ড চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে

রোহিত-কোহলির বিশ্বরেকর্ড চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে

শচীন টেন্ডুলকার, সৌরভ গাঙ্গুলি, রাহুল দ্রাবিড়দের পর ভারতীয় ব্যাটিংয়ের দায়িত্ব কাঁধে তুলে নিয়ে একের পর এক সাফল্য এনে দিয়েছেন রোহিত শর্মা এবং বিরাট কোহলি। প্রায় দেড় দশক ধরে ভারতীয় ক্রিকেটের ব্যাটিং স্তম্ভ হিসেবে দাপট দেখিয়ে আসছেন তারা।২০২৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার পর এবার ২০২৫ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে নেমে গড়লেন নতুন বিশ্বরেকর্ড।

আইসিসির স্বীকৃত টুর্নামেন্টে সবচেয়ে বেশি ফাইনাল খেলার রেকর্ড এখন রোহিত-কোহলির দখলে। ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে নেমেই তারা ছুঁয়েছেন ৯টি আইসিসি ফাইনাল খেলার মাইলফলক। এর আগে এই তালিকার শীর্ষে ছিলেন ভারতীয় কিংবদন্তি অলরাউন্ডার যুবরাজ সিং, যার ঝুলিতে রয়েছে ৮টি ফাইনাল। এবার সেই রেকর্ডও পেছনে ফেলে দিলেন এই দুই তারকা।

রোহিত শর্মার প্রথম আইসিসি ফাইনাল ছিল ২০০৭ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে, যেখানে ভারত শিরোপা জয় করেছিল। বিরাট কোহলি প্রথম আইসিসি ফাইনাল খেলেছিলেন ২০১১ ওয়ানডে বিশ্বকাপে, যেটিও জিতেছিল ভারত। এরপর এই দুই ব্যাটিং স্তম্ভ একসঙ্গে খেলেছেন ২০১৩ চ্যাম্পিয়নস ট্রফি, ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ, ২০১৭ চ্যাম্পিয়নস ট্রফি, ২০২১ টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল এবং ২০২৩ থেকে ২০২৫-এর মধ্যে আরও ৪টি আইসিসি ফাইনাল।

রোহিত-কোহলি জুটি ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের শেষ ফাইনালেও জয় পেয়েছিলেন। এবার ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফিতে ১২ বছরের ট্রফি খরা কাটিয়ে তারা ভারতকে চ্যাম্পিয়ন করতে পারেন কি না, সেটাই এখন দেখার বিষয়।

সবচেয়ে বেশি আইসিসি ইভেন্ট ফাইনাল খেলার তালিকায়-রোহিত শর্মা এবং বিরাট কোহলি(৯ বার)।
যুবরাজ সিং এবং রবীন্দ্র জাদেজা (৮ বার)। কুমার সাঙ্গাকারা এবং মাহেলা জয়াবর্ধনে (৭ বার)।
(স্পোর্টস ডেস্ক)

News
Newshttps://sotterkontho24.com/
রোড নংঃ ৫/১, বাসা নংঃ ৩৮৮, হোল্ডিং নংঃ ৪৪৫ স্টেশন রোড, আলমনগর, পীরপুর, রংপুর। মোবাইলঃ ০১৭৩৬৫৮৫৭৭৭
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

জনপ্রিয় নিউজ

সাম্প্রতিক মন্তব্য