23.7 C
Rangpur City
Saturday, November 1, 2025
Google search engine
Homeখেলাধুলারোনালদো জুনিয়রের নতুন অধ্যায় শুরু পর্তুগালের জার্সিতে

রোনালদো জুনিয়রের নতুন অধ্যায় শুরু পর্তুগালের জার্সিতে

আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক ফুটবলের মঞ্চে পা রাখলেন ক্রিশ্চিয়ানো রোনালদোর বড় পুত্র ক্রিশ্চিয়ানো রোনালদো জুনিয়র।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) তুরস্কে অনুষ্ঠিত ফেডারেশনস কাপ টুর্নামেন্টে পর্তুগাল অনূর্ধ্ব–১৬ দলের হয়ে অভিষেক হয়েছে ১৫ বছর বয়সী এই তরুণ ফরোয়ার্ডের। অ্যান্টালিয়ায় স্বাগতিক তুরস্ককে ২–০ গোলে হারানো ম্যাচের ৯০তম মিনিটে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামেন রোনালদো জুনিয়র।

ফেডারেশনস কাপে পর্তুগাল অনূর্ধ্ব–১৬ দল পরবর্তী ম্যাচে শনিবার (১ নভেম্বর) খেলবে ওয়েলসের বিপক্ষে এবং মঙ্গলবার (৪ নভেম্বর) মুখোমুখি হবে ইংল্যান্ডের।

ফুটবলপ্রেমীরা রোনালদো জুনিয়রকে আদর করে ‘ক্রিশ্চিয়ানিহো’ নামে ডাকেন, তিনি সম্প্রতি অনূর্ধ্ব–১৫ দলের হয়ে দুর্দান্ত পারফর্ম করে এসেছেন। সেই সাফল্যের ধারাবাহিকতায় এবার অনূর্ধ্ব–১৬ দলে সুযোগ পেলেন।

এর আগে চলতি বছরের মে মাসে ক্রোয়েশিয়ায় অনুষ্ঠিত এক টুর্নামেন্টের ফাইনালে দুটি গোল করে দলকে জিতিয়েছিলেন তিনি।

বর্তমানে রোনালদো জুনিয়র সৌদি আরবের ক্লাব আল নাসরের যুব একাডেমিতে খেলছেন, যেখানে তার বাবা খেলছেন সিনিয়র দলে। এর আগে তিনি ম্যানচেস্টার ইউনাইটেড ও জুভেন্টাসের বয়সভিত্তিক দলেও খেলেছেন। জুনিয়রের এই অভিষেকে ইউরোপীয় গণমাধ্যমগুলোতে আলোচনার ঝড় উঠেছে। অনেকেই বলছেন, তিনি ধীরে ধীরে বাবার মতোই পর্তুগিজ ফুটবলের পরবর্তী বড় তারকা হিসেবে তৈরি হচ্ছেন।

অন্যদিকে, রোনালদো সিনিয়রও ৪০ বছর বয়সে এসে নিজের ক্যারিয়ারে ৯৫০ গোল করেছেন এবং চোখ রাখছেন ২০২৬ বিশ্বকাপে। তিনি আগেই বলেছিলেন,‘আমি চাই আমার ১৪ বছরের ছেলের সঙ্গে একসাথে খেলতে।’ (স্পোর্টস ডেস্ক)

News
Newshttps://sotterkontho24.com/
রোড নংঃ ৫/১, বাসা নংঃ ৩৮৮, হোল্ডিং নংঃ ৪৪৫ স্টেশন রোড, আলমনগর, পীরপুর, রংপুর। মোবাইলঃ ০১৭৩৬৫৮৫৭৭৭
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

জনপ্রিয় নিউজ

সাম্প্রতিক মন্তব্য