31.7 C
Rangpur City
Saturday, March 15, 2025
Google search engine
Homeবিনোদন ও লাইফস্টাইলরেখা-অজয় নতুনদের উদ্দেশ্যে পার্টিতে যা বললেন

রেখা-অজয় নতুনদের উদ্দেশ্যে পার্টিতে যা বললেন

‘পিন্টু কি পাপ্পি’ ছবিটি ২১ মার্চ মুক্তি পাচ্ছে।খুব শিগগিরই মুক্তি পাবে তিন নবাগত অভিনেতাকে নিয়ে নির্মিত ছবিটি। শিব হারে পরিচালিত ‘পিন্টু কি পাপ্পি’ ছবির তিন নবাগত অভিনয়শিল্পী হলেন- সুশান্ত থামকে, জানয়া যোশী, বিধি যাদব। এ ছাড়া এই ছবিতে আছেন গণেশ আচারিয়া, বিজয় রাজ, মুরালি শর্মা, সুনীল পাল, আলি আসগরসহ আরও অনেকে।

এদিনের অনুষ্ঠানে অজয়, রেখা, ছবির নায়ক
-নায়িকারা ছাড়া উপস্থিত ছিলেন গণেশ আচারিয়া, গায়ক উদিত নারায়ণ, হিমেশ রেশমিয়া, সুনীল পালসহ আরও অনেকে। ‘ গত সোমবার এই ছবির এক মিউজিক্যাল সাফল্যের পার্টির আয়োজন করা হয়েছিল। গানে গানে মুখর এই আয়োজনে ছিল নানা প্রজন্মের তারকাদের উজ্জ্বল উপস্থিতি। রেখা থেকে অজয়, অনেকে এসেছিলেন এ আসরে।

বলিউডের নামী কোরিওগ্রাফার গণেশ আচারিয়ার ছবি ‘পিন্টু কি পাপ্পি’র জোর প্রচারণা চলছে। এই ছবির প্রচারণায় অংশ নিয়েছেন অজয় দেবগন ও রেখার মতো তারকারা। অনুষ্ঠানে অজয় বলেন, ‘আমি এখানে আমার বন্ধু গণেশের (আচারিয়া) কারণে এসেছি। তবে ও শুধু আমার বন্ধু নয়, এর বাইরে দুর্দান্ত এক কোরিওগ্রাফার। আর আমার মতো মানুষকেও ও নাচ করাতে পারে। আর আমি এই ছবির তিন নতুন প্রতিভাকে শুভকামনা জানাতে এখানে এসেছি। আমি আশা করি যে তারা দারুণ কাজ করবে।’

জীবনের উত্থান–পতনের নানা সময়ে কীভাবে চলতে হবে, এ ব্যাপারে নবাগতদের পরামর্শ দেওয়ার জন্য অনুরোধ জানানো হয় অজয়কে। এই বলিউড সুপারস্টার নবীন অভিনেতাদের উদ্দেশে বলেন, ‘জীবনের ভালো বা খারাপ সময় বলে কিছু নেই। জীবনে সব সময় তুমি তোমার সঙ্গে থাকবে। নিজের কাজের প্রতি আস্থা রাখো। পরিশ্রম করতে থাকো। সারা দুনিয়া তখন তোমাদের চাইবে। তোমরা তোমাদের কাজ করে যাবে।’

১৯৯১ সালে ‘ফুল অউর কাঁটে’ ছবির মধ্য দিয়ে অজয়ের বলিউডে অভিষেক হয়েছিল। অভিষেক ছবি মুক্তির আগে তাঁর মানসিক অবস্থার কথা জানতে চাওয়া হলে তিনি বলেন, (বিনোদন ডেস্ক)

News
Newshttps://sotterkontho24.com/
রোড নংঃ ৫/১, বাসা নংঃ ৩৮৮, হোল্ডিং নংঃ ৪৪৫ স্টেশন রোড, আলমনগর, পীরপুর, রংপুর। মোবাইলঃ ০১৭৩৬৫৮৫৭৭৭
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

জনপ্রিয় নিউজ

সাম্প্রতিক মন্তব্য