34.5 C
Rangpur City
Sunday, April 6, 2025
Google search engine
Homeখেলাধুলারিয়াদ ডার্বি জিতলো আল নাসর,রোনালদোর জোড়া গোলে

রিয়াদ ডার্বি জিতলো আল নাসর,রোনালদোর জোড়া গোলে

শুক্রবার (৫ এপ্রিল) সৌদি প্রো লিগের ম্যাচে আল-হিলালের মাঠে ৩-১ গোলের দারুণ এক জয় পায় আল-নাসর। যেখানে জোড়া গোল করেছেন রোনালদো। এতে প্রায় এক বছর আট মাস পর রিয়াল ডার্বিতে জয় পেল আল নাসর।

এই জয়ের পরও অবশ্য পয়েন্ট তালিকার তিন নম্বরে আছে আল-নাসর। ২৬ ম্যাচে ৫৪ পয়েন্ট তাদের, তিন পয়েন্ট বেশি নিয়ে দুইয়ে আল–হিলাল। ৫১পয়েন্ট নিয়ে শীর্ষেআল-ইত্তিহাদ।

বয়সটা ৪০ হলেও ফুটবল মাঠে এখনও দাপিয়ে বেড়াচ্ছেন পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। এক হাজার গোলের মাইলফলকে দ্রুত গতিতে ছুটছেন তিনি। সবশেষ রিয়াদ ডার্বিতে জোড়া গোল করেছেন রোনালদো। তবে ব্যক্তিগত রেকর্ড নিয়ে চিন্তা করেন না বলে জানিয়েছেন তিনি।

প্রথমার্ধে আক্রমণ ও পাল্টা আক্রমণে ম্যাচ জমে উঠলেও গোল হচ্ছিল না। ৪৫ মিনিট শেষে যোগ করা সময়ের চতুর্থ মিনিটে এগিয়ে যায় আল-নাসর। বক্সের বাইরে থেকে দুর্দান্ত বাঁকানো শটে গোল করেন মিডফিল্ডার আলি আল-হাসান। এতে ১-০ গোলের এগিয়ে থেকে বিরতিতে যায় আল নাসর।

দ্বিতীয়ার্ধের শুরুতে বক্সের ভেতর সাদিও মানের পাস থেকে চকিতে বাঁ পায়ের শটে দারুণ ফিনিশিংয়ে ব্যবধান বাড়ান রোনালদো। প্রতি আক্রমণে এরপর ম্যাচে ফেরার চেষ্টা করে আল-হিলাল। ৬২তম মিনিটে একটি গোল ফিরিয়ে দেয় তারা। কিন্তু ৮৮তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে আল-নাসরের জয় নিশ্চিত করেন রোনালদো।

এই দুই গোলে সৌদি প্রো লিগে পর্তুগিজ মহাতারকার গোল হলো ৭০টি। হাজার গোলের লক্ষণ পূরণের দিকেও তিনি এগিয়ে গেলেন দুই ধাপ। তার ক্যারিয়ার গোল সংখ্যা এখন ৯৩১টি।
(স্পোর্টস ডেস্ক)

News
Newshttps://sotterkontho24.com/
রোড নংঃ ৫/১, বাসা নংঃ ৩৮৮, হোল্ডিং নংঃ ৪৪৫ স্টেশন রোড, আলমনগর, পীরপুর, রংপুর। মোবাইলঃ ০১৭৩৬৫৮৫৭৭৭
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

জনপ্রিয় নিউজ

সাম্প্রতিক মন্তব্য