28.9 C
Rangpur City
Wednesday, April 16, 2025
Google search engine
Homeবিভাগীয় খবররাজশাহীর পুলিশ সুপারের সাথে সাংবাদিকবৃন্দের মতবিনিময় সভা

রাজশাহীর পুলিশ সুপারের সাথে সাংবাদিকবৃন্দের মতবিনিময় সভা

২৬ ডিসেম্বর ২০২৪ পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলনকক্ষে বিকাল ৪ টা ৩০ মিনিটে নবযোদানকৃত রাজশাহীর পুলিশ সুপারের সাথে সাংবাদিকবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এ সভায় পুলিশ সুপার জনাব ফারজানা ইসলাম ২০২৪ এর জুলাই-আগস্ট বিপ্লবে শহিদ ও আহতদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করে বলেন, অন্তবর্তীকালীন সরকারের নতুন অভিযাত্রায় বাংলাদেশ পুলিশও নতুন উদ্যমে কার্যক্রম পরিচালনা করছে। এই যাত্রায় প্রিয় সাংবাদিকবৃন্দ আপনারা আমাদের সহযাত্রী। গত পাঁচ মাসে আমরা নিরন্তর প্রচেষ্টায় পুলিশি কার্যক্রমকে মাঠ-পর্যায়ে সচল রেখে জনগণের জান ও মালের নিরাপত্তা প্রতিবিধান করছি।
তিনি আরও বলেন, রাজশাহী জেলা পুলিশ অত্যন্ত বলিষ্ঠভাবে দায়িত্ব পালন করতে সমর্থ হয়েছে। গত আগস্ট হতে আজ পর্যন্ত নিষিদ্ধ সংগঠনের সদস্য-সহ মোট ৬১৮ জন ৩৫টি মামলায় গ্রেফতার হয়েছে। মাদক উদ্ধারে রাজশাহী রেঞ্জের মধ্যে রাজশাহী জেলা ভূয়শী প্রশংসা কুড়িয়েছে।
এসময় আরও উপস্থিত ছিলেন রাজশাহী জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবু সালেহ মোঃ আশরাফুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মোঃ খায়রুল আলম ও অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোঃ রফিকুল আলমসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

উল্লেখ্য, এসভায় রাজশাহীর ইলেকট্রনিক্স, প্রিন্ট মিডিয়া ও অনলাইন সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দ তাঁদের মূল্যবান মতামত উপস্থাপন করে রাজশাহী জেলা পুলিশকে সহযোগিতা করার প্রত্যয় ব্যক্ত করেন

News
Newshttps://sotterkontho24.com/
রোড নংঃ ৫/১, বাসা নংঃ ৩৮৮, হোল্ডিং নংঃ ৪৪৫ স্টেশন রোড, আলমনগর, পীরপুর, রংপুর। মোবাইলঃ ০১৭৩৬৫৮৫৭৭৭
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

জনপ্রিয় নিউজ

সাম্প্রতিক মন্তব্য