সাজেদুল করিম
১২জুলাই,২০২১সোমবার সকাল ১১টায় রংপুর সিটি কর্পোরেশন ২৮ নং ওয়ার্ড আশরতপুর ঈদগাহপাড়া সালামের মোড় হতে কোটপাড়া মসজিদ পযর্ন্ত ৭৪০ মিটার রাস্তা পাকা করণ ও সংস্কার। ঢাকাইয়াপাড়া হতে উত্তর আশরতপুর (বিএডিসি) ফার্মগেট পযর্ন্ত রাস্তা পাকা করণ ও সংস্কার কাজের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভ উদ্বোধন করেন ,জনাব মো:মোস্তাফিজার রহমান মোস্তফা,মাননীয় মেয়র,রংপুর সিটি কর্পোরেশন রংপুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মো: রহমতুল্লা বাবলা ২৮ নং ওর্য়াড কাউন্সিলর, রংপুর সিটি কর্পোরেশন রংপুর । জনাব মোছাঃফরিদা কালাম ২৮,২৯ ও ৩০ নং ওয়ার্ড মহিলা কাউন্সিলর, রংপুর সিটি কর্পোরেশন রংপুর।
উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জনাব আব্দুস সালাম,সভাপতি ২৮ নং ওর্য়াড পুলিশিং কমিটি রংপুর। মো: কামরুল ঈমাম, সচিব ২৮নং ওয়ার্ড, রংপুর সিটি কর্পোরেশন রংপুর। জনাব আব্দুর রহিম,সহ সভাপতি মহানগর আওয়ামী লীগ রংপুর। সুকুমার চন্দ্র বর্মন ব্যক্তিগত সহকারী ২৮নং ওয়ার্ড কাউন্সিলর। জনাব মো: মাহবুবর রহমান ময়না, আনিস, সুমন, সাইফুল সহ স্থানীয় সন্মানিত ব্যক্তিবর্গ।