20.9 C
Rangpur City
Saturday, December 21, 2024
Google search engine
Homeবিভাগীয় খবররসিক নির্বাচন: আ.লীগের মনোনয়ন চাইবেন অ্যাডভোকেট রেজাউল করিম রাজু।

রসিক নির্বাচন: আ.লীগের মনোনয়ন চাইবেন অ্যাডভোকেট রেজাউল করিম রাজু।

মোঃ সাকিব চৌধুরী,

আসন্ন রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে দলের কাছে মনোনয়ন চাইবেন বলে জানিয়েছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রেজাউল করিম রাজু। বুধবার (০৯ নভেম্বর) সাংবাদিকদের এ কথা জানান তিনি।

রাজু বলেন, দীর্ঘদিন রাজনীতি করছি। দলীয় নেতাকর্মীদের প্রত্যাশা পূরণে আগামী সিটি নির্বাচনে মেয়রপ্রার্থী হিসেবে দলীয় প্রধান শেখ হাসিনা দায়িত্ব দিলে নির্বাচনে ভোট করব।

তিনি আরও বলেন, স্থানীয় সরকার নির্বাচনের প্রতি কোনো আগ্রহ নেই আমার; তবে দলীয় প্রধান যদি আমাকে নির্বাচন করতে বলেন তাহলে আমি প্রস্তুত আছি।

অ্যাডভোকেট রেজাউল করিম রাজু বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে রংপুরের অনেক উন্নয়ন হয়েছে। রংপুরকে আরও ঢেলে সাজানোর জন্য আওয়ামী লীগের মেয়র দরকার।
সিটি নির্বাচনের তফসিল অনুযায়ী, এ নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ২৯ নভেম্বর। বাছাই ১ ডিসেম্বর, প্রত্যাহারের শেষ দিন ৮ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ৯ ডিসেম্বর এবং ভোটগ্রহণ ২৭ ডিসেম্বর।

এদিকে আওয়ামী লীগের মনোনয়ন পেতে মহানগর আওয়ামী লীগ সভাপতি সাফিয়ার রহমান সফি ও সাধারণ সম্পাদক তুষার কান্তি মণ্ডল, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আতাউজ্জামান বাবু, শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আব্দুল লতিফ, কোতয়ালী থানা আওয়ামী লীগের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার লতিফুর রহমান মিলন সহ একাধিক মনোনয়নপ্রত্যাশী প্রচার প্রচারণা চালাচ্ছেন। এর বাহিরেও কেন্দ্রীয় আওয়ামী লীগের উপদেষ্টা চৌধুরী খালেকুজ্জামান ও আওয়ামী লীগ নেতা রাশেক রহমানের নাম শোনা যাচ্ছে।

News
Newshttps://sotterkontho24.com/
রোড নংঃ ৫/১, বাসা নংঃ ৩৮৮, হোল্ডিং নংঃ ৪৪৫ স্টেশন রোড, আলমনগর, পীরপুর, রংপুর। মোবাইলঃ ০১৭৩৬৫৮৫৭৭৭
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

জনপ্রিয় নিউজ

সাম্প্রতিক মন্তব্য