স্টাফ রিপোর্টার-
আসন্ন রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, রংপুর মহানগর কমিটির সভাপতি ও সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা জাতীয় পার্টির লাঙল মার্কার দলীয় মনোনয়ন পেয়েছেন।
নানা গুঞ্জনের পর ফের মোস্তফাকে প্রার্থী চুড়ান্ত করায় দলীয় নেতাকর্মী, সমর্থক ও মোস্তফার শুভাকাংঙ্খীদের মাঝে স্বস্তি ফিরে এসেছে।
১৩নভেম্বর,রবিবার দুপুরে ঢাকায় বনানীস্থ দলীয় কার্যালয়ে চেয়ারম্যানের পক্ষে চূড়ান্ত মনোনয়ন দেন দলের মহাসচিব মজিবুর হক চুন্নু।
জাতীয় পার্টি’র সূত্রে জানা গেছে-রোববার,
(১৩ নভেম্বর) দুপুরে ঢাকায় জাতীয় পার্টির কার্যালয়ে বর্তমান মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফার দলীয় মনোনয়ন রংপুর মহানগর শাখার সাধারণ সম্পাদক এইচ এম ইয়াসিরের হাতে তুলে দেন দলের মহাসচিব মজিবুল হক চুন্নু।
এসময় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব আনিসুর রহমান আনিসসহ দলের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। মনোনয়ন পেয়ে জাপা’র প্রার্থী রসিকের বর্তমান মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা দলের চেয়ারম্যান ও মহাসচিবসহ রংপুরবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি বলেন, রংপুর জাতীয় পার্টির দুর্গ। আগের যে কোনো সময়ের চেয়ে রংপুরে জাতীয় পার্টি এখন অনেক বেশি সুসংগঠিত।