26.4 C
Rangpur City
Saturday, August 2, 2025
Google search engine
Homeখেলাধুলারদ্রিগো ডি পল ইন্টার মায়ামিতে যোগ দেয়ার কারণ জানালেন

রদ্রিগো ডি পল ইন্টার মায়ামিতে যোগ দেয়ার কারণ জানালেন

৩১ বছর বয়সী রদ্রিগো ডি পল মিডফিল্ডার ভ্যালেন্সিয়া, উদানিজের পর সবশেষ খেলেছেন অ্যাটলেটিকো মাদ্রিদে। দীর্ঘ ১ দশক ইউরোপের ফুটবলে রাজত্ব করেছেন রদ্রিগো ডি পল। বিশ্বকাপজয়ী এই আর্জেন্টাইন তারকার ফর্মও ছিল দারুণ। কিন্তু ইউরোপের উজ্জ্বল ভবিষ্যৎ আর চ্যাম্পিয়ন্স লিগের মোহ ছেড়ে ডি পল যোগ দিয়েছেন যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাব ইন্টার মায়ামিতে। তার অভিষেক ম্যাচে জয়ও পেয়েছে ফ্লোরিডার ক্লাবটি।

রবিবার (৩ আগস্ট) লিগস কাপে বাংলাদেশ সময় ভোর পাঁচটায় মেক্সিকান ক্লাব নেকাক্সার মুখোমুখি হবে ইন্টার মায়ামি। ক্লাবের হয়ে ম্যাচ পূর্ববর্তী প্রথম সংবাদ সম্মেলনে এসে ডি পল জানান, জাতীয় দলের পর ক্লাব ফুটবলেও বিশ্বসেরা ফুটবলার লিওনেল মেসির সঙ্গে খেলার স্বপ্নপূরণ করতেই ইন্টার মায়ামিতে যোগ দিয়েছেন তিনি। এই ক্লাবের হয়ে শিরোপা জিতে আর্জেন্টাইন মিডফিল্ডার হতে চান মায়ামির ইতিহাসের অংশ।

ডি পল জানিয়েছেন-বন্ধুত্ব, ভালোবাসা আর স্বপ্নের টানে মায়ামিতে যোগ দিয়েছেন। তিনি বলেন, ‘লিও আর আমার অনেকদিনের স্বপ্ন ছিল একসঙ্গে এক ক্লাবের হয়ে খেলার, প্রতিদিন একসঙ্গে থাকার। জাতীয় দলে যখন দেখা হতো আমাদের সময় দারুণ কাটতো। কিন্তু খুব তাড়াতাড়ি সে সময়টা ফুরিয়ে যেতো। আমি চাই সবসময় ইতিহাসের সেরা ফুটবলারের পাশে খেলতে।’

এমএলএসের ক্লাবে যোগ দিতে শুধু মেসিই নয়। ক্লাব মালিক ডেভিড বেকহ্যামকেও অনুপ্রেরণা হিসেবে নিয়েছেন ডি পল।

সে প্রসঙ্গ টেনে এনে ডি পল বলেন, ‘আমি দারুণ কিছু করতে এখানে এসেছি। দলের হয়ে শিরোপা জিততে চাই। এই লিগকে বিশ্বের বুকে আরও বড় করা আমার লক্ষ্য। যেমনটা অনেক বছর আগে বেকহ্যাম করেছিলেন। তখন তাকে নিয়ে অনেক কথা হয়েছিল। কিন্তু পরে তার সিদ্ধান্ত সঠিক প্রমাণিত হয়েছে। এই লিগ ভালো পরিচিতি লাভ করেছিল। আমিও এমন কিছু করতে চাই এবং ইতিহাসের অংশ হতে চাই।’ (স্পোর্টস ডেস্ক)

News
Newshttps://sotterkontho24.com/
রোড নংঃ ৫/১, বাসা নংঃ ৩৮৮, হোল্ডিং নংঃ ৪৪৫ স্টেশন রোড, আলমনগর, পীরপুর, রংপুর। মোবাইলঃ ০১৭৩৬৫৮৫৭৭৭
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

জনপ্রিয় নিউজ

সাম্প্রতিক মন্তব্য