রবিবার ১৩-০৬-২০২১ দুপুর ২টায় রংপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিবি) জনাব কাজী মুত্তাকী ইবনু মিনান মহোদয়ের নির্দেশনায় ও সার্বিক তত্ত্বাবধানে, সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (ডিবি এন্ড মিডিয়া) জনাব মোঃ ফারুক আহমেদ এর অপারেশন পরিকল্পনা ও নেতৃত্বে পুলিশ পরিদর্শক( নিঃ) জনাব মোঃ ছালেহ্ আহাম্মদ পাঠান, পুলিশ পরিদর্শক( নিঃ) জনাব এবিএম ফিরোজ ওয়াহিদ, পুলিশ পরিদর্শক( নিঃ) জনাব মোঃ মোতালেব হোসেন এবং সঙ্গীয় অফিসার ফোর্সসহ কোতয়ালী থানাধীন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগ হতে সক্রিয় দালাল চক্রের সদস্যরা চিকিৎসা নিতে আসা রোগীদের সাথে ভয়ভীতি ও হুমকি দেখিয়ে আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য টানাহেচড়া করাকালীন ১০ জন দালালকে গ্রেফতার করা হয়। ধৃত অপরাধীরা দীর্ঘদিন থেকে সাধারণ রোগীদের নিকট থেকে নানা প্রতারণার মাধ্যমে অতিরিক্ত ফি আদায়, হাসপাতালে রোগী পরিবহনের ট্রলি ব্যবহারের জন্য অবৈধভাবে ফি আদায়, অননুমোদিতভাবে মেডিকেল কলেজ হাসপাতালে প্রবেশ করতঃ অবৈধভাবে বিভিন্ন পরীক্ষার নমুনা সংগ্রহের নামে প্রতারণা করাসহ নানা অভিনব কায়দায় প্রতারণা করে সাধারণ রোগীদের নিঃস্ব করে আসছে।
গ্রেপ্তারকৃতদের নাম ও ঠিকানাঃ
(১) মোঃ মোরশেদ আলম (২৪), পিতা মোঃ লাল মিয়া, সাং নিয়ামত কদমতলা, থানা পরশুরাম, মহানগর, রংপুর।
(২) মোঃ মাসুদ শাহ (২৭), মোঃ রফিজ উদ্দিন শাহ, সাং ধুপাকল ফকিরহাট পাড়া, খোলাহাটি ক্যান্টনমেন্ট, থানা- পার্বতীপুর, দিনাজপুর। বর্তমান- টেক্সটাইল মোড়, উপশহর, থানা-কোতোয়ালি, মহানগর, রংপুর। (৩) মোঃ মিজানুর রহমান (৩৫), পিতা মোঃ রুহুল আমিন, গ্রাম-তালুক রঘু পাঠানপাড়া, ওয়ার্ড-৩৩, থানা-মাহিগঞ্জ, মহানগর, রংপুর। (৪) মোঃ মাহবুব আলম(৩৪) পিতা- মৃত আব্দুল কুদ্দুস, গ্রাম- খুটামারা, থানা-দেবিগঞ্জ, জেলা-পঞ্চগড়।
(৫) মোঃ আশরাফুল ইসলাম(৩২), পিতা-মৃত আজিবর রহমান, গ্রাম-জগদীশপুর, ওয়ার্ড- ১০, থানা-হাজিরহাট, মহানগর, রংপুর।
(৬) উত্তম কুমার (২৩), পিতা- রমেশচন্দ্র, সাং বালিয়া লক্ষীথান, থানা আটোয়ারী, জেলা পঞ্চগড়। (৭) শ্রী আপন কুমার(২৩), পিতা-মনোরঞ্জন, গ্রাম-উত্তরখলেয়া, থানা-সদর, জেলাঃ রংপুর।
(৮) মোঃ রিফাতুল ইসলাম(২১), পিতা-মোঃ মঈনুল হাসান লিটু, গ্রাম-শোলমারী ডাকলি গঞ্জ বাজার, থানা- জলঢাকা, জেলা-নীলফামারী।(৯) শ্রী উজ্জ্বল রায়(২৪), পিতা-বিষ্ণুরায়, গ্রাম- গংগাচড়া পূর্ব পাড়া, থানা- গংগাচড়া, জেলা-রংপুর।
(১০) শ্রী কমল রায়(২৩), পিতা-দীনেশ রায়, গ্রাম- চেরেঙ্গা, থানা- জলঢাকা, জেলা-নীলফামারী। গৃহীত আইনগত ব্যবস্থাঃ উল্লিখিত ধৃত ব্যক্তিদের বিরুদ্ধে রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতয়ালী থানায় রংপুর মহানগরী আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
উল্লেখ্য যে, রংপুর মেট্রোপলিটন এলাকায় সকল ধরনের অবৈধ কার্যক্রম এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণে রংপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) এর অভিযান অব্যাহত থাকবে।