31.7 C
Rangpur City
Saturday, March 15, 2025
Google search engine
Homeবিভাগীয় খবররংপুর সিটি কর্পোরেশনে ভিটামিন ‘এ’প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত

রংপুর সিটি কর্পোরেশনে ভিটামিন ‘এ’প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত

রংপুর সিটি কর্পোরেশনের ৩৩টি ওয়ার্ডে ২৯৭টি কেন্দ্রে সুপারভাইজার, মনিটরিং ও সুপারভিশনসহ ৬৬৬ জন স্বাস্থ্যকর্মী ও স্বেচ্ছাসেবী ‘ভিটামিন ‘এ’প্লাস ক্যাপসুল খাওয়ানোর কাজে নিয়োজিত ছিলেন। দিনব্যাপী ক্যাম্পেইনে সর্বমোট ১ লাখ ৩৩ হাজার ৫০০জন শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করে ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করা হয়।

এ সময় নগরীর বিভিন্ন ওয়ার্ডের ৬ মাস থেকে ১১ মাস পর্যন্ত ১৯ হাজার ৫০০ জন শিশুকে নীল রঙ্গের ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ১ লাখ ১৪ হাজার শিশুকে লাল রঙ্গের ভিটামিন ‘এ’প্লাস ক্যাপসুল খাওয়ানো হয়। এছাড়াও রংপুর রেল স্টেশন, বাস টার্মিনাল, ঢাকা কোচ স্ট্যান্ডে ভ্রাম্যমান টিমের মাধ্যমে বিভিন্ন স্থান থেকে আশা শিশুদের এ ক্যাপসুল খাওয়ানো হয়।

তবে, ভিটামিন ‘এ’ ক্যাপসুল খেয়ে যদি কোনো শিশুর বমি বমি ভাব হয়েছে বা শিশুর ক্ষতি হয়েছে, এমন অভিযোগ না করে অভিভাবকদের নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়ার পরামর্শ দেন রংপুর সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোঃ কামরুজ্জামান ইবনে তাজ।

News
Newshttps://sotterkontho24.com/
রোড নংঃ ৫/১, বাসা নংঃ ৩৮৮, হোল্ডিং নংঃ ৪৪৫ স্টেশন রোড, আলমনগর, পীরপুর, রংপুর। মোবাইলঃ ০১৭৩৬৫৮৫৭৭৭
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

জনপ্রিয় নিউজ

সাম্প্রতিক মন্তব্য