মো: সাকিব চৌধুরী
রংপুর সদর উপজেলার নানান সবজি চাষ করতেছেন কৃষকরা , রংপুর সদরের ৫ ইউনিয়নের কৃষকরা ফসলের অধিক মুনাফার আশায় মাঠে এখন ব্যস্ত সময় পার করতেছেন । উচু জমিতে মুলা, বেগুন, বাধাকপি, ফুলকপি, লালশাক, সহ বিভিন্ন সবজি এখন চাষ করা চলছে। অনেক জমিতে সবজি চাষ করা বাজারে বিক্রি করতেছেন কৃষকরা।
কৃষকরা এখন সচেতন হওয়ার কারনে নানান সবজি চাষে আগ্রহ বাড়ছে বলে রংপুর সদর উপজেলার কৃষি কমকর্তারা জানান। মমিনপুর ইউনিয়নের রব্বানী ও চন্দনপাট ইউনিয়নের বেলাল জানান আমি উচু জমিতে অনেক গুলো বেগুন, বাধাকপি, ফুলকপি, লালশাক ও মারাশাক লাউশাক লাগিয়েছি আশা করি ফসল ভালো হবে ও বাজার যাত করতে পারবো।
রংপুর সদর উপজেলার কৃষি কমকর্তারা বলেন আবহাওয়া ভালো থাকলে সবজি চাষ ভালো হবে। দাম ভালো পাওয়া যাবে, মাঠে মাঠে শোভা পাচ্ছে নানান প্রকার শাক সবজির ক্ষেত। দিনে দিনে বেরে উঠছে নানান সবজির চারা গুলো।
এদিকে আবার কেউ কেউ বাজারে নানান সবজি বিক্রি শুরু করেছে কৃষকরা। আবার কেউ সবজির ক্ষেতে কিটনাসক স্প্রে করতেছেন।
রংপুর সদর উপজেলার কৃষি কমকর্তারা জানান এই সবজি গুলো রংপুর জেলার বিভিন্ন পাইকাররা কৃষকের ক্ষেত থেকে নিয়ে যায়। কম পরিশ্রমে ভালো ফসল পাওয়া যায়, তাই শাক সবজির চাষাবাদ করার তাগিদ দিচ্ছেন রংপুর সদর উপজেলার কৃষি কমকর্তারা।
কৃষকরা বলেন রংপুর সদর উপজেলার সকল কৃষি কমকর্তারা সার্বক্ষনিক আমাদের সঙ্গে যোগাযোগ রাখছেন।