নিজস্ব প্রতিনিধি :
০৩ জানুয়ারি,২০২২,সোমবার,জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রংপুর বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মোঃ জাহাঙ্গীর আলম এর নেতৃত্বে একটি বাজার অভিযান টিম রংপুর নগরীর আলমনগর এলাকায় অবস্থিত রেলওয়ে বাজারে গোপন সংবাদের ভিত্তিতে সাঁড়াশি অভিযান পরিচালনা করেন।
এ সময় তিনি মূল্য তালিকা প্রদর্শন না করার দায়ে একজন মাংস বিক্রেতা কে ২০০০ টাকা, রঙিন চিপস বিক্রয়ের উদ্দেশ্যে প্রদর্শনের দায়ে একজন বিক্রেতা কে ১৫০০ টাকা এবং মেয়াদোত্তীর্ণ ও আমদানি বহির্ভূত বিভিন্ন নিম্নমানের প্রসাধনী পণ্য সংরক্ষণ ও বিক্রয়ের দায়ে ৩০০০ টাকা অর্থদণ্ড আরোপ ও আদায় করেন।
এ সময় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রংপুর মেট্রোপলিটন কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মোঃ আরিফ মিয়া, কনজ্যুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) রংপুর বিভাগের সাধারণ সম্পাদক এবং মেট্রোপলিটন পুলিশের রিজার্ভ ফোর্স সহ রংপুর মেট্রোপলিটন প্রেসক্লাব এর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
অভিযান শেষে সাংবাদিকদের দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন- সাধারণ ভোক্তাদের স্বার্থ সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।