33.6 C
Rangpur City
Monday, April 21, 2025
Google search engine
Homeবিভাগীয় খবররংপুর মেডিকেলে চতুর্থ শ্রেণির কর্মচারীর হাতে সাংবাদিক লাঞ্ছিত

রংপুর মেডিকেলে চতুর্থ শ্রেণির কর্মচারীর হাতে সাংবাদিক লাঞ্ছিত

মো: সাকিব চৌধুরী-

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পরিকল্পিতভাবে বিদ্যুৎ বন্ধ করার ছবি তুলতে গিয়ে চতুর্থ শ্রেণির কর্মচারীর হাতে রংপুর ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সাবেক সভাপতি ও কালের কণ্ঠ রংপুর অফিসের ফটো সাংবাদিক আদর রহমান লাঞ্ছিত হয়েছেন। শনিবার,৩০ জুলাই,২০২২সকালে তিনি এ হামলার স্বীকার হয়েছেন।

এক সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডের ৩২ জন নার্স ইনচার্জকে দুই বছর মেয়াদ পূর্ণ হওয়ায় তাদের স্থলে ৩২ জনকে নতুন নার্সদের ইনচার্জ করে পদায়নের আদেশ জারী করা হয়। এর পরিপ্রেক্ষিতে গত বৃহস্পতিবার,২৮জুলাই নব নিযুক্ত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. শরিফুল হাসান স্বাক্ষরিত একটি চিঠিতে ওয়ার্ডের ইনচার্জ পরিবর্তন বিষয়ক সব কার্যক্রম স্থগিত করেন। ইনচার্জ পরিবর্তন বিষয়ক সব কার্যক্রম স্থগিতের পরিপ্রেক্ষিতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের নার্সরা পূর্ব ঘোষিত পরিচালকের কার্যালয় ঘেরাও কর্মসূচী থাকায় সকাল থেকে পরিকল্পিতভাবে চতুর্থ শ্রেণির কর্মচারীরা সেবা তত্ত্বাবধায়কের ও নার্সদের ডিউটি রুমের বিদ্যুৎ বন্ধ করে দেন। এ সময় বিদ্যুৎ বিহীন অবস্থায় নার্সদের কাজ করার ছবি তুলতে গেলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের চতুর্থ শ্রেণির কর্মচারীর ইউনিয়নের সাধারণ সম্পাদক আশিকুর রহমান নয়নের নেতৃত্বে চতুর্থ শ্রেণির কর্মচারীরা তার উপর হামলা করেন। এসময় ক্যামেরায় ধারণ করা ছবি ডিলিট করে দেন।

এ ব্যাপারে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. আব্দুল মোকাদ্দেম বলেন, বিদ্যুতের লাইন কেটে দেওয়ার ঘটনা দুঃখজনক আর হামলার ঘটনাটি অনাকাঙ্খিত। বিষয়টি খতিয়ে দেখা হবে।

এদিকে রংপুর মেডিকেলে চতুর্থ শ্রেণির কর্মচারীর হাতে সাংবাদিক লাঞ্চিত হওয়ায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন রংপুরের ফটো সাংবাদিকবৃন্দসহ বিভিন্ন সাংবাদিক সংগঠন। তারা অতিদ্রুত এ ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি করেন।

News
Newshttps://sotterkontho24.com/
রোড নংঃ ৫/১, বাসা নংঃ ৩৮৮, হোল্ডিং নংঃ ৪৪৫ স্টেশন রোড, আলমনগর, পীরপুর, রংপুর। মোবাইলঃ ০১৭৩৬৫৮৫৭৭৭
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

জনপ্রিয় নিউজ

সাম্প্রতিক মন্তব্য