ইউনুছ কবির:
‘মহীয়সী বঙ্গমাতা’র চেতনা অদম্য বাংলাদেশের চেতনা’ স্লোগানকে মনে রেখে রংপুরে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব এঁর ৯২ তম জন্ম বার্ষিকী পালন। ০৮ আগস্ট(সোমবার) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব এরঁ স্মরণে রংপুর জেলা মহিলা ও যুব মহিলা লীগের যৌথ আয়োজনে বাদ
আসর দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
রংপুর জেলা পার্টি অফিস কার্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তার পরিবারের সদস্য যারা ১৯৭৫ এর ১৫ আগস্ট শহীদ হয়েছেন তাঁদের স্মরণে ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব এঁর আত্মার মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন –
রংপুর জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন, সংগ্রামী সাধারণ সম্পাদক এ্যাড.রেজাউল করিম রাজু। মহিলা আওয়ামী লীগের পারভীন, জুথী, যুব মহিলা লীগের আহবায়ক সুরাইয়া আক্তার, যুগ্ম আহবায়ক মোছা: রওশন আরা ববি, সদস্য ফারহানা লীমা জিন্নাত হুরিজা, পারভীন আক্তার, শাম্মী আক্তার, মাহবুবা যুথিকা, হেমা আক্তার, অগ্নিশিখা, নাজমা বেগম, বিউটি বেগম, লাবনী, সুলতানা পারভীন, রুমী নজরুল ও সাথীসহ অন্যান্য নেতৃবৃন্দ।