মো: ইউনুছ কবির মিঠু
রংপুর মহানগর যুবলীগের ৫১ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। শনিবার (১১ নভেম্বর) দুপুরে মহানগর যুবলীগের নেতৃবৃন্দরা প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেন।
মহানগর যুবলীগের সভাপতি সিরাজুম মনির বাশার ও সাধারণ সম্পাদক মুরাদ হোসেনের নেতৃত্বে বঙ্গবন্ধু মুরালে পুষ্পস্তবক অর্পণের পর একটি আনন্দ শোভাযাত্রা নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় অংশগ্রহণ করেন মহানগরে বিভিন্ন স্থান থেকে প্রায় ৫ হাজার নেতাকর্মীরা।
মহানগর দলীয় কার্যালয়ের আলোচনা ও কেক কাটেন। এসময় মহানগর আওয়ামী লীগের আহ্বায়ক ডা. দেলোয়ার হোসেন, যুগ্ম আহ্বায়ক আবুল কাশেম, মহানগর ছাত্রলীগের সভাপতি এস এম সাব্বির আহমেদ, সাধারণ সম্পাদক তামিম আহসান চপলসহ মহানগর যুবলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন, দেশের উন্নয়ন অগ্রযাত্রা নস্যাৎ করতে স্বাধীনতা বিরোধী বিএনপি-জামাত আবারও মাথা চাড়া দিয়েছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন যেন সুষ্ঠুভাবে সম্পূর্ণ না হয় সেজন্য যে বিদেশি ষড়যন্ত্র অব্যাহত রয়েছে তার বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।