নিজস্ব সংবাদদাতা:
২২মে শনিবার ভোর ৫ টার দিকে রংপুর প্রেসক্লাবের সভাপতি আব্দুর রশিদ বাবু রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে হূদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর। দুই ছেলে এক মেয়ে বড় ছেলের নাম ইসমাইল হোসেন প্রিন্স, মেজো ছেলে জাতীয় দলের ক্রিকেটার সোহরাওয়ার্দী শুভ এবং একমাত্র মেয়ে সহ অনেক গুনগ্রাহী শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। তার অকালমৃত্যুতে রংপুরে সাংবাদিক মহল থেকে শুরু করে সকল স্তরের মানুষের মাঝে নেমে আসে শোকের ছায়া। প্রথমে তাকে রংপুর প্রেসক্লাবের সামনে বিকেল চারটার দিকে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য কিছুক্ষণ রাখা হয়, শ্রদ্ধা নিবেদন শেষে জুম্মাপাড়া করিমিয়া নুরুল উলুম (বড়) মাদ্রাসায় বাদ আসর জানাজা শেষে মুন্সিপাড়া রংপুর কবরস্থানে দাফন কার্য সম্পন্ন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন রংপুরের মাননীয় জেলা প্রশাসক, রংপুর সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র, রংপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও রংপুর মহানগর সাধারণ সম্পাদক, জেলা ছাত্রলীগের সভাপতি, রংপুর প্রিন্ট মিডিয়া টিভি চ্যানেল, অনলাইন পত্রিকা সংবাদকর্মীসহ বিভিন্ন অঙ্গ সংগঠন ও সর্বস্তরের পেশাজীবী মানুষ।
