আহসান উল হক:
২৭ জুলাই,২০২২, বুধবার সকালে নগরী’র সাতমাথা ও নগর মীরগঞ্জ এলাকায় একটি ইলেকট্রনিক পণ্যের শোরুম ও একটি খাদ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠানে তদারকি অভিযান চালিয়ে ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৪০ ও ৪৩ ধারায় মোট ৫৬,০০০ টাকা জরিমানা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রংপুর বিভাগীয় কার্যালয়।
অভিযান চলাকালীন তাহমিন ট্রেডারস (ওয়ালটন) কে ৪০ ধারায় ৬০০০ টাকা এবং প্রাইড ফুড কোম্পানি কে ৪৩ ধারায় ৫০,০০০ টাকা জরিমানা করেন ঐ দপ্তরের উপ-পরিচালক জনাব মোঃ জাহাঙ্গীর আলম। এ সময় প্রাইড ফুড কোম্পানি কে আগামী ১৫ দিনের জন্য সীলগালা করেন তিনি।
অভিযানে সহায়তা করে মেট্রো পলিটন পুলিশ ফোর্স ও ক্যাব রংপুর। অভিযান শেষে ব্রিফিংয়ে তিনি উপস্থিত সাংবাদিকবৃন্দকে বলেন-” রংপুর কার্যালয় থেকে এ অভিযান প্রতিদিনই পরিচালিত হচ্ছে এবং ভোক্তা অধিকার রক্ষায় তা অব্যাহত থাকবে।”