নিজস্ব প্রতিনিধি:
রংপুর নগরীর মেট্রোপলিটন কোতয়ালী থানার অন্তর্গত আলমনগর (২৭ নং ওয়ার্ড) পীরপুর নিবাসী মরহুম আব্দুল জব্বারের স্ত্রী এবং ডাক্তার হামিদুল হক মঞ্জু’র মাতা হামিদা বেগম বার্ধক্যজনিত কারণে ৬ নভেম্বর, ২০২১, শনিবার রাত ৯ টা ৪০ মিনিটে তার নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি ৫ পুত্র,নাতি-নাতনী সহ অনেক গুণগ্রাহী রেখে যান। ৭ নভেম্বর, ২০২১, রবিবার বাদ আসর পীরপুর জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমার জানাজা নামায অনুষ্ঠিত হয়। জানাজা নামায শেষে পীরপুর কবরস্থানে মরহুমার দাফন কার্য সুসম্পন্ন হয়।
মরহুমার মৃত্যুতে পরিবারের সদস্য, প্রতিবেশী ও আত্মীয়-স্বজনের মাঝে শোকের ছায়া নেমে আসে। শোকসন্তপ্ত পরিবারের প্রতি এলাকার লোকজন সমবেদনা জানান ও মরহুমার আত্মার মাগফেরাত কামনা করেন।