মোঃ সাকিব চৌধুরী, রংপুর জেলা প্রতিনিধিঃ
রংপুর নগরীতে ৩ কেজি গাঁজাসহ আবু ছায়েম খোকন (২৭) নামে একজনকে গ্রেফতার করেছেন মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশ।
গ্রেফতারকৃত আবু ছায়েম খোকন লালমনিরহাট জেলার কালিগঞ্জ থানার উত্তর বত্রিশ হাজারী এলাকার শহিদুল ইসলামের ছেলে।
শনিবার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ- কমিশনার (ডিবি এন্ড মিডিয়া) সাজ্জাদ হোসেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সকাল সাড়ে ১০টার দিকে রংপুর নগরীর বাংলাদেশ ব্যাংক মোড় আরমান স্টোর নামক চায়ের দোকানের সামনে থেকে ৩ কেজি গাঁজাসহ আবু ছায়েম খোকন নামে একজনকে গ্রেফতার করা হয়। পরে আবু ছায়েম খোকনের বিরুদ্ধে কোতয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।
পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, মাদকের বিরুদ্ধে রংপুর মেট্রোপলিটন পুলিশ সবসময় তৎপর। এটি অব্যাহত থাকবে।