আহসান উল হক
১৬ জুলাই ২০২১ (শুক্রবার) সরেজমিন রংপুর রেলওয়ে কাঁচা বাজার পরিদর্শনের সময় বাজারের খুচরা ব্যবসায়ী মোঃ আলাউদ্দিন জানান যে, আদা, রসুন, পেঁয়াজ সহ অন্যান্য শাকসবজি ও কাঁচা মালের দর স্থিতিশীল রয়েছে। পাশাপাশি আরও দেখা যায় যে, মাছ মাংসের দামও পূর্বের মতোই রয়েছে, যেমনঃ-
আদা (দেশী) প্রতি কেজি ১০০ টাকা
পেঁয়াজ (দেশী) প্রতি কেজি ৪৮ টাকা
পেঁয়াজ (ভারতীয়) প্রতি কেজি ৩২ টাকা
আলু (শীল) প্রতি কেজি ৩০ টাকা
আলু (দেশী) প্রতি কেজি ৩০ টাকা
আলু (কার্ডিনাল) প্রতি কেজি ২০ টাকা
মরিচ (কাঁচা) প্রতি কেজি১৫-২০ টাকা
মরিচ (শুকনা) প্রতি কেজি ২৪০- ২৫০ টাকা
লেবু (পাতি) প্রতি হালি ১০ টাকা
পটল প্রতি কেজি ২৫ টাকা
বেগুন প্রতি কেজি ২৫ টাকা
কাকরোল প্রতি কেজি ৩০ টাকা
করলা (উচ্ছে) প্রতি কেজি ৬০ টাকা
কুমড়া( মিষ্টি) প্রতি কেজি ১৫ টাকা
কুমড়া (পানি) প্রতি পিস ১৫-২০ টাকা
পেঁপে (কাঁচা) প্রতি কেজি ৩০ টাকা
কচুর (বৈ) প্রতি কেজি ৩০ টাকা
কচুর (লতি) প্রতি কেজি ৩০ টাকা
মাংস (গরু) প্রতি কেজি ৫৪০-৫৫০টাকা মাংস (খাসি) প্রতি কেজি ৭৮০-৮০০ টাকা মুরগি(ব্রয়লার) প্রতি কেজি ১৩০-১৪৫ টাকা মুরগি(সোনালী) প্রতি কেজি ১৮০-২২০ টাকা ডিম (ফার্ম) প্রতি হালি ৩২ টাকা
মাছ (ইলিশ) প্রতি কেজি ৭০০-৮০০ টাকা মাছ (রুই) প্রতি কেজি ১৮০-২০০ টাকা
মাছ (পাঙ্গাস) প্রতি কেজি ১২০-১৫০ টাকা মাছ (শিং) প্রতি কেজি ৩৮০-৪০০ টাকা।
বাজারে আগত ক্রেতা মোঃ সোহেল মিয়া এর সঙ্গে কথা বলে জানা যায় যে, বর্তমানে করোনা পরিস্থিতিও বিভিন্ন নিত্য প্রয়োজনীয় কাঁচামালের দর স্থিতিশীল রয়েছে।