মো: সাকিব চৌধুরী-
রংপুরের তারাগঞ্জে নিখোঁজের ৯ দিন পর হাবিবুর রহমান (২৩) নামে এক ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (৯ সেপ্টেম্বর) উপজেলার আলমপুর ইউনিয়নের ফাজিলপুর ডাঙ্গারদোলা এলাকা থেকে তাঁর বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয়।
পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে-আলমপুর ইউনিয়নের ফাজিলপুর বানিয়াপাড়া গ্রামের ওহেদ আলীর ছেলে হাবিবুর রহমান গত ৩১ আগস্ট ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হন। এরপর আর ফেরেননি। অনেক খোঁজাখুঁজির পরও তাঁকে না পেয়ে ৪ সেপ্টেম্বর পুলিশকে জানায় তাঁর পরিবার।
এরপর পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় একই ইউনিয়নের দোয়ালীপাড়া গ্রামের শরিফুল ইসলাম (৩০), মোফেকুর রহমান (২৩) ও সোহাগ হোসেনকে (৩৫) গত শুক্রবার রাতে আটক করে থানায় নিয়ে আসে। জিজ্ঞাসাবাদের পর তাদের দেওয়া তথ্য অনুযায়ী ফাজিলপুর ডাঙ্গারদোলা থেকে হাবিবুরের লাশ উদ্ধার করা হয়।
তারাগঞ্জ থানার ওসি মোস্তাফিজার রহমান বলেন, হাবিবুরের নিখোঁজ হওয়ার বিষয়টি তাঁর পরিবার থানায় জানালে তথ্যপ্রযুক্তির মাধ্যমে সন্দেহভাজন তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। তাদের তথ্যের ভিত্তিতে লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানায় হত্যা মামলা হয়েছে বলে জানান তিনি।