মোঃ সাকিব চৌধুরী,
রংপুর জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আমিন সরকার (৫৮) আর নেই । শনিবার (২৩ জুন) সকাল ৯:৪৫ মিনিটে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রীসহ ১ ছেলে ও ১মেয়ে রেখে গেছেন। বাদ আসর রংপুর জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে ১ম জানাজার নামাজ অনুষ্ঠিত হয় এবং বাদ মাগরিব সাতগড়া মসজিদ মাঠে ২য় জানাজার শেষে মুন্সিপাড়া কবরস্থানে তার দাফনকার্য সম্পন্ন করা হবে।
জানাজার নামজে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ডিউক চৌধুরী, রংপুর জেলা আওয়ামীলীগের সভাপতি মমতাজ উদ্দিন অহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মোতাহার হোসেন মন্ডল মওলা, রংপুর মহানগর আওয়ামীলীগের সভাপতি সাফিউর রহমান সফি, রংপুর জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক কামরুজ্জামান শাহীন সহ রংপুর জেলা ও মহানগর আওয়ামীলীগ সহ অঙ্গ সংগঠনের সকল নেতাকর্মিরা উপস্থিত ছিলেন। এছাড়া রংপুর জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আমিন সরকার মৃত্যুতে রংপুর জেলা ও মহানগর আওয়ামীলীগসহ বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠনের নেতা কর্মিরা গভীর শোক প্রকাশ করেছেন।
психиатр запись на прием психиатр запись на прием .
муравьиная ферма для новичков муравьиная ферма для новичков .
https://t.me/s/TopTg_Poker