১৩ জুন,২০২১ রবিবার দুপুর বেলা রংপুর মহানগর হাজীরহাট থানার গঙ্গাহরী এলাকায় ঘাঘট নদীতে গোসল করতে নেমে সাঁতার না জানার কারণে পানিতে ডুবে আব্দুল্লাহ (১২) ও নাজমুন্নাহার লিতু (১০) খালাতো দুই ভাই-বোনের মৃত্যু ঘটে। এলাকাবাসী তাদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
রংপুর গঙ্গাচড়া উপজেলার কোলকন্দর ইউনিয়নের বাসিন্দা আরিফ হোসেনের ছেলে আব্দুল্লাহ গতকাল ১২জুন,শনিবার আব্দুল্লাহর মা তাকে নিয়ে বোনের বাড়িতে বেড়াতে আসে। রবিবার দুপুরবেলা আব্দুল্লাহ খালাতো বোন লিতুর সাথে বাড়ির পাশে নদীতে গোসল করতে নামলে পানিতে ডুবে দু’জনই মৃত্যু বরণ করে। গঙ্গাহরী এলাকার বাসিন্দা লতিবুর রহমানের মেয়ে লিতু।দু’জনের মৃত্যুর বিষয়টি হাজীর হাট থানার ওসি (তদন্ত) রাজেশ কুমার চক্রবর্তী নিশ্চিত করে বলেন, নদীতে গোসল করতে নেমে দুজনের মৃত্যু হয়েছে। এ বিষয়ে থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।