20.9 C
Rangpur City
Sunday, December 22, 2024
Google search engine
Homeবিভাগীয় খবররংপুর ক্যাডেট কলেজে ৪ দিনব্যাপি বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী।

রংপুর ক্যাডেট কলেজে ৪ দিনব্যাপি বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী।

রণজিৎ দাস ॥

রংপুর ক্যাডেট কলেজে ৪ দিনব্যাপি ৪৩তম আন্তঃহাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৩ এর সমাপনী দিবসে ক্রীড়ানুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সমাপনী অনুষ্ঠানে ক্রীড়া প্রতিযোগিতায় জাহাঙ্গীল হাউজ বিজয়ী ও ওমর ফারুক হাউস উপবিজয়ী এবং জাহাঙ্গীর হাউজ সার্বিকভাবে বিজয়ী হাউস ও ওমর ফারুক হাউস সার্বিকভাবে উপবিজয়ী হওয়ার গৌরব অর্জন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ী ও উপবিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন মেজর জেনারেল সাকিল আহমেদ, বিএসপি, এসপিপি, বিজিবিএম, এনএসডব্লিউসি, এএফডব্লিউসি, পিএসসি জেনারেল অফিসার কমান্ডিং, ৬৬ পদাতিক ডিভিশন এবং এরিয়া কমান্ডার, রংপুর এরিয়া। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, রংপুর ক্যাডেট কলেজের অধ্যক্ষ লেঃ কর্ণেল মোঃ আশরাফুল ইসলাম, এসপিপি, পিএসসি, সিগস, উপাধ্যক্ষ মোঃ সেলিম হোসেন, এ্যাডজুটেন্ট মেজর মোঃ সাইদুল হক, মেডিকেল অফিসার মেজর মুকিত বিন মোহাম্মদসহ উচ্চপদস্থ সামরিক ও অসামরিক কর্মকর্তাবৃন্দ, অভিভাবক, আমন্ত্রিত অতিথিবৃন্দ, অনুষদ সদস্যবৃন্দ, কর্মচারী ও ক্যাডেটবৃন্দ এবং গণমাধ্যমের প্রতিনিধিবৃন্দ।û

News
Newshttps://sotterkontho24.com/
রোড নংঃ ৫/১, বাসা নংঃ ৩৮৮, হোল্ডিং নংঃ ৪৪৫ স্টেশন রোড, আলমনগর, পীরপুর, রংপুর। মোবাইলঃ ০১৭৩৬৫৮৫৭৭৭
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

জনপ্রিয় নিউজ

সাম্প্রতিক মন্তব্য