20.9 C
Rangpur City
Wednesday, December 25, 2024
Google search engine
Homeবিভাগীয় খবররংপুর কর্তৃক প্রকাশিত '৯২৭ বর্গমাইল' গ্রন্থের মোড়ক উন্মোচন

রংপুর কর্তৃক প্রকাশিত ‘৯২৭ বর্গমাইল’ গ্রন্থের মোড়ক উন্মোচন

মো: সাকিব চৌধুরী, স্টাফ রিপোর্টার-

রংপুর কর্তৃক প্রকাশিত “৯২৭ বর্গমাইল” গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয় ১১আগস্ট,২০২২,
বৃহস্পতিবার বেলা ১২ টায়। রংপুর জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়, রংপুর এর আয়োজনে রংপুর জেলা শিল্পকলা একাডেমি’র অডিটোরিয়ামে জেলা সমাজসেবা কার্যালয়, রংপুর কর্তৃক প্রকাশিত “৯২৭ বর্গমাইল” গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপ-পরিচালক, জেলা সমাজসেবা কার্যালয়, রংপুর মো: আব্দুল মতিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সচিব, সমাজকল্যান মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা, মো: জাহাঙ্গীর আলম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার, রংপুর বিভাগ, মোঃ সাবিরুল ইসলাম। ডিআইজি, রংপুর রেঞ্জ, রংপুর মোহা: আবদুল আলীম মাহমুদ বিপিএম, পিপিএম,। পুলিশ কমিশনার, রংপুর মেট্রোপলিটন পুলিশ, রংপুর নুরে আলম মিনা বিপিএম (বার)। জেলা প্রশাসক রংপুর মো: আসিব আহসান। পুলিশ সুপার রংপুর মো: ফেরদৌস আলী চৌধুরী। পরিচালক (উপ-সচিব) বিভাগীয় সমাজ সেবা কার্যালয় রংপুর মো: আব্দুল মোতালেব সরকার। অতিরিক্ত পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন সমাজসেবা অধিদপ্তর ঢাকা মো: কামরুজ্জামান। রংপুর জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন আহম্মেদ। রংপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি সাফিউর রহমান সফি। সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডলসহ আমন্ত্রিত অতিথি বৃন্দ।

এ সময় বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ কর্তৃক প্রদত্ত আর্থিক অনুদান হতে সরকারি শিশু পরিবার (বালক ও বালিকা) রংপুর, শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্র (বালক ও বালিকা), রংপুর এর নিবাসী এবং রংপুর জেলার বিভিন্ন উপজেলার অনগ্রসর জনগোষ্ঠীর বিভিন্ন স্কুল/কলেজ/বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ, ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া রোগীদের মাঝে অনুদানের চেক বিতরণ।

বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ কর্তৃক করোনাকালীন মৃতদেহ সৎকার/দাফনকারীদের এককালীন আর্থিক অনুদানের চেক বিতরণ এবং সুদমুক্ত ক্ষুদ্রঋণ কার্যক্রমের আওতায় শহর সমাজসেবা কার্যালয়, রংপুর এর মাধ্যমে উপকারভোগীদের মাঝে ঋণ বিতরণ করা হয়।

News
Newshttps://sotterkontho24.com/
রোড নংঃ ৫/১, বাসা নংঃ ৩৮৮, হোল্ডিং নংঃ ৪৪৫ স্টেশন রোড, আলমনগর, পীরপুর, রংপুর। মোবাইলঃ ০১৭৩৬৫৮৫৭৭৭
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

জনপ্রিয় নিউজ

সাম্প্রতিক মন্তব্য