নিজস্ব প্রতিনিধি:
০৩ আগস্ট, মঙ্গলবার, ২০২১ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, রংপুর বিভাগীয় কার্যালয় পরিচালিত একটি বাজার অভিযান টিম রংপুর নগরীর মাহিগঞ্জ মেট্রোপলিটন থানা এলাকার তালুক বক্সি নামক গ্রামে একটি মিষ্টান্ন তৈরি কারখানায় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে বিভিন্ন প্রকার মিষ্টি তৈরির সময় ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৪৩ ধারায় ১২,০০০ টাকা অর্থদণ্ড করেন। একই সময়ে মাহিগঞ্জ কাঁচা বাজার এলাকায় আরও দুইটি চালের দোকানে মূল্য তালিকা না থাকায় ৩৮ ধারায় ২০০০ টাকা অর্থদণ্ড করেন।
অভিযান চলাকালীন সময়ে অভিযান টিম, বিভিন্ন দোকান ব্যবসায়ী ও বাজারে আগত ভোক্তা সাধারণকে স্বাস্থ্য সচেতনতার বিধি-নিষেধ মানার বিষয়েও অনুরোধ করেন।
এই অভিযানে সহযোগিতায় ছিলেন কনজ্যুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) রংপুর বিভাগীয় শাখার সেক্রেটারী মোঃ আহসান উল হক তুহিন ও রংপুর মেট্রোপলিটন পুলিশের রিজার্ভ ফোর্স।
অভিযান শেষে “সত্যের কন্ঠ ২৪” কে দেয়া সাক্ষাৎকারে অভিযানে নেতৃত্বদানকারী জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, রংপুর বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক জনাব মোঃ জাহাঙ্গীর আলম বলেন যে, সর্বস্তরে নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ এবং ভোক্তা স্বার্থ রক্ষায় এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।