নিজস্ব প্রতিনিধি:
গত ২৪/০৯/২০২১ ইং শুক্রবার আনুমানিক ১১:৩০মিনিটে : আফজাল মিয়া (৫৯) মানসিক ও শারীরিক প্রতিবন্ধী বাড়ি হতে বের হয়ে আর.কে রোড সালামের মোড় হতে হারিয়ে গেছে। হারানো ব্যক্তির গায়ের রং-শ্যাম,উচ্চতা -আনুমানিক ৫ফুট ৪ ইঞ্চি,চুলের রং-বেশিরভাগ কালো ও হালকা পাকা।দাড়ি-সাদা-কালো,পরণে ছিল নীল রঙের লুঙ্গি।
সে রংপুরের আঞ্চলিক ভাষায় কথা বলে। পিতা-মৃত মালেক মন্ডল, মাতা-মৃত তছিরন,সাং- আশরতপুর কোট পাড়া,থানা-তাজহাট, রংপুর মহানগর, রংপুর।
রংপুর তাজহাট থানার জিডি নং-৯৪৭
যদি কোন সহৃদয়বান ব্যক্তি উক্ত হারিয়ে যাওয়া ব্যক্তির খোঁজ পেয়ে থাকেন তাহলে নিম্নের মোবাইল নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।
মোবা:০১৮৭৩৯৪০১৫৪
মোছা:শান্তনা বেগম