নিজস্ব প্রতিনিধি:
রংপুর এর আশরতপুর(পার্কমোড়)নিবাসী আব্দুল আলীম ০৩ জানুয়ারি, সোমবার, ২০২২ দুপুর ২টা ৩০ মিনিটের দিকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
মরহুমের প্রথম জানাজার নামায ৪ জানুয়ারি, মঙ্গলবার সকাল ১১টায় আশরতপুর সরকারি প্রাথমিক স্কুলের মাঠে ( চকবাজার ) ও দ্বিতীয় জানাজার নামায দুপুর ২টায় তাঁর গ্রামের বাড়িতে অনুষ্ঠিত হয়।
জানাজার নামায শেষে মরহুমের দাফন কার্য রংপুরের মিঠাপুকুর থানার খোড়াগাছ ইউনিয়ন পারিবারিক কবরস্থানে সুসম্পন্ন হয়।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল আনুমানিক ৫৫ বছর। পরিবারে তিনি স্ত্রী, ২ ছেলে ও ১ মেয়ে রেখে যান। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
মরহুমের প্রতিবেশী,আত্মীয়-স্বজন,বন্ধুমহল ও শুভাকাঙ্খী বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।