31.1 C
Rangpur City
Friday, September 20, 2024
Google search engine
Homeআইন আদালতরংপুর আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামী লীগ প্যানেল জয়ী।

রংপুর আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামী লীগ প্যানেল জয়ী।

মো: সাকিব চৌধুরী

রংপুর আইনজীবী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত আইনজীবীদের জয় হয়েছে। উক্ত নির্বাচনে ১৭টি পদে দু’টি প্যানেলে ৩৩জন এবং স্বতন্ত্র ৫জন প্রার্থীসহ সর্বমোট ৩৮জন প্রার্থী প্রতিদ্বন্বিতা করেছিলেন। আওয়ামী লীগ সমর্থিতরা সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১৪ পদে নির্বাচিত হয়েছে।

অন্যদিকে বিএনপি সমর্থিত আইনজীবীদের ভরাডুবি হয়েছে। তারা একটি সদস্য পদে জয়লাভ করেছেন।

শুক্রবার (৮ সেপ্টেম্বর) সকালে ঘোষিত ফলাফলে এসব তথ্য জানা গেছে। বিষয়টি নিশ্চিত করেন রিটার্নিং অফিসার অ্যাডভোকেট আব্দুর রউফ (১)।

ঘোষিত ফলাফলে নির্বাচিতরা হলেন- সভাপতি পদে আওয়ামী লীগ সমর্থিত আব্দুল মালেক, সিনিয়র সহ-সভাপতি পদে আওয়ামী লীগ সমর্থিত আলহাজ্ব মো: জহিরুল আনম, সহ-সভাপতি পদে আওয়ামী লীগ সমর্থিত মো: শফিকুল ইসলাম মিন্টু, সাধারণ সম্পাদক পদে আওয়ামী লীগ সমর্থিত আলহাজ্ব আব্দুল হক প্রামাণিক, সহ-সাধারণ সম্পাদক পদে আওয়ামী লীগ সমর্থিত মো: জিয়াউল হাসান জিয়া, কোষাধ্যক্ষ পদে আওয়ামী লীগ সমর্থিত শাহ মো: নয়ন্নুর রহমান টফি, বার ভবন সম্পাদক পদে আওয়ামী লীগ সমর্থিত মোস্তফা জামান (দোলন), লাইব্রেরি বিষয়ক সম্পাদক পদে আওয়ামী লীগ সমর্থিত মো: রুহুল আমিন তালুকদারল, দপ্তর সম্পাদক পদে আওয়ামী লীগ সমর্থিত ফজলুল হক (ফাহিম), ধর্ম ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক পদে আওয়ামী লীগ সমর্থিত আবু সুফিয়ান হিরু, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক পদে স্বতন্ত্র সমর্থিত রবিউল ইসলাম রবি, সদস্য পদে আওয়ামী লীগ সমর্থিত রাশেদুল ইসলাম (রাসেল), শীতাংশু কুমার মন্ডল সোহাগ, জাতীয়তাবাদী বিএনপি সমর্থিত ফাতেমা আখতার কনা, স্বতন্ত্র সমর্থিত শহিদুল ইসলাম স্বপন নির্বাচিত হয়েছেন।

জানা যায় যে, বাংলাদেশ আওয়ামীলীগ, বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত ও স্বাধীনতার স্বপক্ষের সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের মনেনীত সভাপতি পদে এ্যাড. মোঃ আব্দুল মালেক এবং সাধারণ সম্পাদক পদে এ্যাড. মোঃ আব্দুল হক প্রামানিকসহ ১৭জন প্রার্থী এবং জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদে সভাপতি পদে এ্যাড. আব্দুল কাইয়ুম মন্ডল এবং সাধারণ সম্পাদক পদে এ্যাড. মোঃ আলতাফ উদ্দিনসহ ১৬জন প্রার্থী এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।

এছাড়াও স্বতন্ত্র সভাপতি পদে এ্যাড. মোঃ মোস্তাফিজার রহমান বুলুসহ ৫জন প্রার্থী উক্ত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।

অন্যদিকে বিএনপি সমর্থিতরা জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের ব্যানারে নির্বাচন করেন। বিভক্তির পরেও গুরুত্বপূর্ণ পদে আওয়ামী লীগের জয়লাভে আইনজীবীদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে।

এবারের নির্বাচনে ৩৭৬জন ভোটারের মধ্যে ৩৬৯ ভোটার ভোট প্রয়োগ করেন। তাদের মধ্যে ৫৬জন নারীও রয়েছে।

News Desk
News Deskhttps://sotterkontho24.com/
রোড নংঃ ৫/১, বাসা নংঃ ৩৮৮, হোল্ডিং নংঃ ৪৪৫ স্টেশন রোড, আলমনগর, পীরপুর, রংপুর। মোবাইলঃ ০১৭৩৬৫৮৫৭৭৭
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

জনপ্রিয় নিউজ

সাম্প্রতিক মন্তব্য