৩০জুন,বুধবার,২০২১ রংপুর আইনজীবী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। সমিতির নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদক সহ আওয়ামী প্যানেল জয় লাভ করে। সকাল ১০টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ চলে।ভোট গ্রহণ শেষে বিরতির পর ভোট গণনা শরু হয় এবং ১জুলাই,বৃহস্পতিবার ভোরবেলা নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। নির্বাচনে অংশ গ্রহণ করে দু’টি প্যানেল আওয়ামীলীগ ও বিএনপি। দু’টি প্যানেলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতায় সতের সদস্য বিশিষ্ট কমিটির পনের জন আওয়ামীলীগ প্যানেলের ও দুই জন কার্যকরী সদস্য বিএনপি প্যানেলের নির্বাচিত হন। সভাপতি পদে আব্দুল মালেক ও সাধারণ সম্পাদক পদে আব্দুল হক প্রামানিক আওয়ামীলীগ প্যানেল থেকে নির্বাচিত হয়েছেন।
আওয়ামীলীগ প্যানেল থেকে আরো নির্বাচিত হন – সহ-সভাপতি জহিরুল আলম, সহ-সাধারণ সম্পাদক জিয়াউল হক জিয়া, কোষাধ্যক্ষ আকতার হোসেন জুয়েল, বারভবন সম্পাদক মোস্তফা জামান, লাইব্রেরী সম্পাদক রুহুল আমিন তালুকদার, ধর্ম ও সমাজ কল্যাণ সম্পাদক আবু সুফিয়ান হিরু, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক প্রশান্ত কুমার, কার্যকরী সদস্য ফজলুল হক ফাহিম, গোলাম মওলা চৌধুরী, রাশেদুল ইসলাম রাসেল, মাহমুদুল ইসলাম রানা, আহসানুল হাবীব মিলন, মীর আশরাফুল ইসলাম লানজু। বিএনপি প্যানেল থেকে নির্বাচিত হন কার্যকরী সদস্য এ এস এম মাহমুদুল ইসলাম সেলিম ও ফাতেমা আখতার কণা।