নিজস্ব প্রতিনিধি:
সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্মশতবার্ষিকী উপলক্ষে জেলা প্রশাসন, রংপুর ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ,রংপুর জেলা ইউনিট কমান্ড এর আয়োজনে ১৮আগস্ট,২০২১,
শনিবার,সকাল ১০:৩০ মিনিটে রংপুর টাউন হলে রংপুর মহানগর বীর মুক্তিযোদ্ধাদের মুক্তিযুদ্ধের স্মৃতিকথা নিয়ে রচিত “স্মৃতিতে রণাঙ্গন” গ্রন্থের মোড়ক উন্মোচন।
উক্ত মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা জনাব টিপু মুনশি এমপি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় বাণিজ্যমন্ত্রী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মো:আবদুল আলীম মাহমুদ,বিপিএম,পুলিশ কমিশনার,রংপুর মেট্রোপলিটন পুলিশ। জনাব মমতাজ উদ্দিন আহমেদ,সভাপতি, বাংলাদেশ আওয়ামীলীগ, রংপুর জেলা শাখা। এ্যাডভোকেট মো:রেজাউল করিম রাজু,সাধারণ সম্পাদক,
বাংলাদেশ আওয়ামীলীগ, রংপুর জেলা শাখা। বীর মুক্তিযোদ্ধা মো:মোছাদ্দেক হোসেন বাবলু,সাবেক কমান্ডার,বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ,রংপুর জেলা ইউনিট কমান্ড। জনাব সাফিউর রহমান সফি,সভাপতি, বাংলাদেশ আওয়ামীলীগ,রংপুর মহানগর। জনাব তুষার কান্তি মন্ডল,সাধারণ সম্পাদক,বাংলাদেশ আওয়ামীলীগ,রংপুর মহানগর।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মোঃ আসিব আহসান, জেলা প্রশাসক,রংপুর।
প্রধান অতিথি অনুষ্ঠানে “স্মৃতিতে রণাঙ্গন” গ্রন্থের মোড়ক উন্মোচন শেষে উপস্থিত মুক্তিযোদ্ধাদের মাঝে গ্রন্থটি প্রদান করেন ও প্রস্তাব রাখেন এর মধ্যে যেকোন দিন রংপুরের মুক্তিযোদ্ধাদের নিয়ে মিলন মেলার আয়োজন করার এবং সবাইকে উদাত্ত আহ্বান জানান মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হওয়ার।